বন্দিদশায় মুক্তির স্বাদ পেতে ফার্ম হাউসে ঘোড়সওয়ার `স্যার` জাদেজা
ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা তাই সময় কাটাচ্ছেন তাঁর প্রিয় পোষ্যর সঙ্গে।
নিজস্ব প্রতিবেদন: বর্তমানে সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, প্রত্যেকেই গৃহবন্দি। সবে এক সপ্তাহ পার হয়েছে। এখনও ১৪ দিন থাকতে হবে বন্দিদশায়। আর এতেই যেন হাঁফিয়ে উঠেছেন আমজনতা। এদিকে পাল্লা দিয়ে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাই অনেকেই বলছেন, লকডাউনের মেয়াদ বাড়তে পারে। হয়তো গোটা এপ্রিল মাসটাই থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। তবে এই সময় সবাই কিছু না কিছু করে সময় কাটানোর চেষ্টা করছেন। কেউ ছবি আঁকছেন। কেউ আবার সুস্বাদু রান্না করে মন ভাল রাখছেন। কেউ কেউ আবার প্রিয় মানুষের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন।
ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা তাই সময় কাটাচ্ছেন তাঁর প্রিয় পোষ্যর সঙ্গে। স্যার জাদেজার অশ্বপ্রীতির কথা নতুন নয়... রয়েছে নিজের ঘোড়া আর ফার্ম হাউসও। হোম কোয়ারেন্টাইনে রয়েছে জাদেজার ঘোড়াও। তাই এই বন্দিদশাতেও ফার্ম হাউসে ঘোড় সওয়ার হলেন জাড্ডু। সেই ভিডিয়ো আবার বিসিসিআই পোস্ট করেছে।
আসলে ঘরবন্দি হয়েও ফার্ম হাউসে ঘোড়ায় চেপে যেন এক আকাশ মুক্তির স্বাদ খুঁজে নিচ্ছেন ভারতীয় অল-রাউন্ডার।
আরও পড়ুন - হোম কোয়ারেন্টাইনে 'বুলেট কফি' তৈরি করলেন জন্টি রোডস