নিজস্ব প্রতিবেদন: দুয়ারে আইপিএল (IPL 2021) । স্বাভাবিক ভাবেই চোখ থাকবে দেশ-বিদেশের একাধিক ক্রিকেটারের দিকে। কিন্তু এখন থেকেই সকলের নজরে আছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। চেন্নাই সুপার কিংসের (CSK) স্টার অলরাউন্ডার গত জানুয়ারি থেকে মাঠের বাইরে। এবার কামব্যাকের জন্য মুখিয়ে আছেন স্য়ার। একদম ফিট আছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেই নামতে পারেন জাড্ডু। তাঁকে প্রথম একাদশে রেখেই দল সাজাবেন এমএস ধোনি (MS Dhoni)। এমনটাই বলছে দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কর (Border-Gavaskar Trophy) ট্রফি খেলাকালীন তৃতীয় টেস্টে চোট পান জাদেজা। বাঁ-হাতের বুড়ো আঙুল ভাঙে জাদেজার। এরপর বাকি সিরিজে আর অংশ নেওয়া হয়নি তাঁর। হাতের চোট নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসেন জাদেজা। এরপর ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তাঁর টিমে ফেরা হয়নি। আইপিএল-এর হাত ধরেই ফের বাইশ গজে ফিরছেন জাদেজা। সূত্র বলছে, "জাদেজা নেটে ব্যাট-বল করেছে। একদম ঠিক আছে। জাদেজা অবশ্যই প্রথম একাদশে থাকবে।" ফিট জাদেজা নিঃসন্দেহে চেন্নাই শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে। 


 



গতবছর চেন্নাইয়ের আইপিএল পারফরম্যান্স ছিল অত্য়ন্ত হতশ্রী। সাত নম্বরে শেষ করেছিল ইয়েলো আর্মি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন টিম প্রথমবারের জন্য প্লে-অফে কোয়ালিফাই করতে অসমর্থ হয়েছিল। যা ধোনির চ্যাম্পিয়ন দলের বায়োডেটার সঙ্গে একেবারেই যায় না।জাদেজার পাশাপাশি সুরেশ রায়নাকে পেয়ে যেমন চনমনে চেন্নাই। তেমনই টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাইকে বড় ধাক্কা দিয়েছে জোশ হ্যাজেলউডের বেরিয়ে যাওয়া। বায়ো-বাবল ক্লান্তির জন্যই অজি পেসার নিজের নাম প্রত্যহার করে নিয়েছেন।