ওয়েব ডেস্ক: রবীন্দ্র জাদেজাকে আজকের দিনেই অনেক ক্ষেত্রেই স্যর জাদেজা বলে ডাকা হয়। তার কারণ, অবশ্য মহেন্দ্র সিং ধোনিই। তিনিই প্রথম জাদেজাকে স্যর জাদেজা বলে ডাকা শুরু করেন। আর তারপর থেকে তো এই স্যর জাদেজা নামেই বেশি ডাকা হয় তাঁকে। কিন্তু জাদেজা স্বয়ং জানালেন যে, তাঁকে শেন ওয়ার্নও খুব মজার একটি নামে ডাকেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আগামী বিশকাপে মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের জায়গা কি নিশ্চিত?


আসলে প্রথম আইপিএলে রাজস্থান রয়্যালস দলে ছিলেন রবীন্দ্র জাদেজা। সেখানে তখন ক্যাপ্টেন এবং কোচ ছিলেন অজি স্পিনার শেন ওয়ার্ন। তা ওয়ার্ন নাকি তাঁকে ডাকতেন রকস্টার বলে! কিন্তু কেন যে, ওয়ার্ন তাঁকে রকস্টার বলে ডাকতেন, সেটার কারণই জানেন না জাদেজা। তাঁর কথায়, 'আমি তো জীবনে গান-টান গাইনি কখনও। তাহলে আমায় রকস্টার কেন বলতো কে জানে! আমি রকস্টার মানে ভাল করে জানিও না।'


আরও পড়ুন  সুপ্রিম কোর্টে কাছে নিঃশর্তে ক্ষমা চাইলেন প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর