জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান। ফের একবার বাইশ গজের যুদ্ধে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আগামি ফেব্রুয়ারি মাসে ভারতের মাটিতে পা রাখছে অস্ট্রেলিয়া (Australia)। টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে প্রথম দুই টেস্ট দলে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক মঞ্চে কামব্যাক করতে হলে জাড্ডুকে তাঁর রাজ্য দল সৌরাষ্ট্রের (Saurashtra) হয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) ম্যাচ খেলতে হবে। ২৪ জানুয়ারি থেকে চেন্নাইতে তামিলনাড়ুর (Tamil Nadu) বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে সৌরাষ্ট্র। জাতীয় দলে পা রাখতে হলে, সেই ম্যাচে জাড্ডুকে নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে। সেই ম্যাচ খেলতে নামার আগে মাত্র চার শব্দে কামব্যাকের মানে বুঝিয়ে দিলেন জাদেজা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে ভারতীয় টেস্ট দলের একটি জার্সির ছবি পোস্ট করেছেন জাদেজা। ৮ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার। সেই জার্সির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'মিসড ইউ। বাট সুন'। জাদেজার এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। 


আরও পড়ুন: Virat Kohli: সচিনের গড়া ১০০ সেঞ্চুরিতে শুধু বিরাট ভাগ বসাবে, দাবি করলেন সুনীল গাভাসকর


আরও পড়ুন: David Warner vs Matthew Wade: ওয়ার্নার-ওয়েডের মারামারিতে উত্তাল ক্রিকেট দুনিয়া, ভাইরাল ভিডিয়ো



জাদেজা দলে ফিরে এলে স্পিন বিভাগ আরও শক্তিশালী হবে। সেটা কয়েক সপ্তাহ আগে স্বীকার করে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তিনি বলেছিলেন, 'আমার ধারণা অস্ট্রেলিয়া সিরিজে জাদেজা কামব্যাক করবে। আমাদের জুটি খুব ভালো। দু'জন অনেক ম্যাচে ভালো পারফরম্যান্স করেছি। জাদেজা ফিরলে দলের শক্তিও বাড়বে।' 


গত বছর এশিয়া কাপে (Asia Cup 2022) হংকং-এর (Hong Kong) বিরুদ্ধে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন জাদেজা। এরপর হাঁটুর জোরাল চোটের জন্য প্রায় পাঁচ মাস ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি। অস্ত্রোপচারের পর অনেকটা সময় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) রিহ্যাব করেছিলেন জাদেজা। তবে এবার তিনি পুরো ফিট হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)