মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়ে পুলিসের সঙ্গে তর্ক জাদেজার স্ত্রী`র, হাসপাতালে পুলিস
সোমবার রাতে রাজকোটে পুলিস যে গাড়িটি আটকে ছিলেন তাতে সস্ত্রীক রবীন্দ্র জাদেজা ছিলেন।
নিজস্ব প্রতিবেদন: করোনা স্বাস্থ্যবিধির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাস্ক-এর ব্যবহার। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তার তোয়াক্কা না করেই অনেকে মাস্ক ছাড়া রাস্তায় বের হচ্ছেন। টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী মাস্ক না পরেই রাস্তায় বের হলেন।
পুলিস গাড়ি আটকায়, তারপরেই তাঁর সঙ্গে তর্ক শুরু করেন জাদেজার স্ত্রী। শেষ পর্যন্ত হাঁসফাঁস করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় সেই পুলিকেই।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রাজকোটে পুলিস যে গাড়িটি আটকে ছিলেন তাতে সস্ত্রীক রবীন্দ্র জাদেজা ছিলেন। জাদেজার মুখে মাস্ক থাকলেও তাঁর স্ত্রী রিভাদার মুখে ছিল ছিল না কোনও মাস্ক। স্থানীয় সময় রাত নটার দিকে কিষানপাড়া চক নামক স্থানে গাড়ি আটকে দেযন এক মহিলা কনস্টেবল সোনাল গোসাই। মাস্ক না পড়ার শাস্তি হিসেবে জরিমানার কথা তুলেছিলেন ওই মহিলা কনস্টেবল এর পরই তর্কে জড়িয়ে পড়েন জাদেজা দম্পতি।
পরে অবশ্য জাদেজা পুলিসের কাছে অভিযোগ করেছেন ওই মহিলা কনস্টেবল খুব খারাপ আচরণ করেছেন তাঁদের সঙ্গে। এমনকি জানা গিয়েছে ভীষণ তর্কাতর্কির পর অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা পুলিস কনস্টেবল। তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন তবে কোনও মামলা রুজু করা হয়নি।
আরও পড়ুন - জুভেন্টাস ছাড়তে পারেন রোনাল্ডো!