নিজস্ব প্রতিবেদন :  ব্যাটসম্যান রায়াডুকে পাওয়া গেলেও অলরাউন্ডার আম্বাতি রায়াডুকে বিশ্বকাপে কি পাওয়া যাবে না তাঁকে? রায়াডুর বোলিং অ্যাকশন সন্দেহজনক, আগেই জানিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। কিন্তু ১৪ দিনের মধ্যে টেস্ট রিপোর্ট জমা না দেওয়ায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে  রায়াডুর বোলিং নিষিদ্ধ করল আইসিসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বে ওভালে 'উড়ন্ত' হার্দিকের দুরন্ত ক্যাচ, ভাইরাল ভিডিও


১২ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বল করেছিলেন আম্বাতি রায়াডু। পরের দিন ৩৩ বছর বয়সী অফ স্পিনারের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে এক প্রেস বিবৃতিতে জানিয়ে দেয় আইসিসি। সেই সঙ্গে বলা হয় আগামী ১৪ দিনের মধ্যে পরীক্ষায় পাস করলে ফের বোলিং করতে পারবেন আম্বাতি রায়াডু। কিন্তু ১৪ দিন পেরিয়ে গেলেও কোনও রিপোর্ট জমা দেয় নি আম্বাতি রায়াডু। আইসিসি-র ৪.২ নম্বর ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে আম্বাতি রায়াডু বোলিং করতে পারবেন না। যতদিন না তিনি ফের বোলিং-এ টেস্ট দিচ্ছেন ততদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে।



তবে ঘরোয়া ক্রিকেটে তিনি বল করতে পারবেন। বিসিসিআই-এর ১১.৫ ধারা অনুযায়ী বোর্ডের কাছে অনুমতি নিয়ে বোলিং করতে পারেন আম্বাতি রায়াডু।