IPL 2022: ব্যাটে Riyan, বলে Kuldeep-Ashwin-! দুরন্ত খেলে RR চলে গেল একে, RCB হারল ২৯ রানে
১৪৪ রান করে যে রাজস্থান জিতে যেতে পারে, তা হয়তো দলের সমর্থকরাও কল্পনা করতে পারেননি।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলের (IPL 2022) ৩৯ নম্বর ম্যাচে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Maharashtra Cricket Association Stadium) মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore, RCB) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করে মঙ্গলবার রাজস্থান ২৯ রানে হারিয়ে দিল বেঙ্গালুরুকে। আর এই জয়ের সঙ্গেই ৮ ম্যাচে ১২ পয়েন্টের সুবাদে রাজস্থান চলে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে। মগডাল থেকে তারা গুজরাত টাইটান্সকে সরিয়ে দিল নেট রান রেটে এগিয়ে গিয়ে।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান ৮ উইকেট হারিয়ে তুলেছিল মাত্র ১৪৪ রান। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জোশ হ্যাজেলউডের (Josh Hazlewood) পেসের সঙ্গেই ওয়ানিন্দু হাসারঙ্গার স্পিনের (Wanindu Hasaranga de Silva) মিশেলে রাজস্থানের ব্যাটাররা দাঁড়াতে পারেননি ক্রিজে। এই তিন বোলারই তুলে নেন দুই উইকেট করে। এদিন আগুনে ফর্মে থাকা জস বাটলারকেও ফিরতে হয় মাত্র ৮ রানে। ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটাকে টেনে তোলেন রিয়ান পরাগ (Riyan Parag)। তিনি ৩১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস না-খেলেল এই রান করতে পারত না রাজস্থান।
১৪৪ রান করে যে রাজস্থান জিতে যেতে পারে, তা হয়তো দলের সমর্থকরাও কল্পনা করতে পারেননি। আর এদিন সেটাই হল। সৌজন্যে কুলদীপ সেন (Kuldeep Sen) ও আর অশ্বিন (Ravichandran Ashwin) মধ্যপ্রদেশের পেসার কুলদীপ একাই তুলে নিলেন চার উইকেট। তিন উইকেট পেলেন অশ্বিন। আরসিবি ক্যাপ্টেন ফাফ দু প্লেসিসের (Faf du Plessis) সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি (Virat Kohli)। চেনা তিন নম্বরের বদলে এদিন ওপেনে নেমে চমকে দেন কোহলি। কিন্তু তাও রানের মুখ দেখতে পেলেন না তিনি। ১০ বলে মাত্র ৯ রান করে আউট হয়ে গেলেন আরসিবি-র প্রাক্তন ক্যাপ্টেন। প্রসিদ্ধ কৃষ্ণার বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ তুলে দেন বিরাট। তিনি ফেরার পর ২৩ রান করে ফিরে যান ফাফও। তিনে নামা রজত পতিদার (১৬) ও গ্লেন ম্যাক্সওয়েল (০) ব্যর্থ হন। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে আরসিবি। দীনেশ কার্তিকও (৬) এদিন পারলেন না জ্বলে উঠতে। আটে নেমে হাসারঙ্গা ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলে ব্যাটিং প্র্যাকটিস সেরে নেন। নির্ধারিত ওভারের তিন বল আগেই আরসিবি ল্যাজ মুড়িয়ে যায়।
আরও পড়ুন: Virat Kohli, RCB vs RR: ওপেন করতে নেমেও ভাগ্য ফিরল না! ফের ব্যর্থ বিরাট কোহলি
আরও পড়ুন: MS Dhoni-Kevin Pietersen: 'ধোনির কাছে হলুদ জার্সি অনেক কিছু, সিএসকে ওর পরিবার'