পদক হাতছাড়া হওয়ার পর কী বললেন দীপা কর্মকার?
পদক হয়ত আসেনি, কিন্তু অলিম্পিকের জিমন্যাস্টিক্স আসরে রাশিয়া , চীন, আমেরিকার একছত্র আধিপত্যের মিথ ভেঙে দিয়েছেন দীপা কর্মকার । প্রথম ভারতীয় হিসাবে এই বঙ্গ সন্তান প্রমাণ করে দিয়েছেন আমরাও পারি ।চতুর্থ হয়ে পদক হাতছাড়া হওয়ার আক্ষেপ রয়েছে। তবে কেরিয়ারের সেরা স্কোর করতে পারাটাই আনন্দ দিচ্ছে দীপা কর্মকারকে। রিও ভুলে আপাতত দীপার পাখির চোখ টোকিও অলিম্পিক ।
ওয়েব ডেস্ক: পদক হয়ত আসেনি, কিন্তু অলিম্পিকের জিমন্যাস্টিক্স আসরে রাশিয়া , চীন, আমেরিকার একছত্র আধিপত্যের মিথ ভেঙে দিয়েছেন দীপা কর্মকার । প্রথম ভারতীয় হিসাবে এই বঙ্গ সন্তান প্রমাণ করে দিয়েছেন আমরাও পারি ।চতুর্থ হয়ে পদক হাতছাড়া হওয়ার আক্ষেপ রয়েছে। তবে কেরিয়ারের সেরা স্কোর করতে পারাটাই আনন্দ দিচ্ছে দীপা কর্মকারকে। রিও ভুলে আপাতত দীপার পাখির চোখ টোকিও অলিম্পিক ।
আরও পড়ুন যে তেরঙ্গাকে পতপত করে উড়তে দেখে গর্বিত হন, জানেন ওটার নকশা করেছিলেন কে?
প্রোদুনভা ভল্টেই বাজিমাত করেছেন দীপা। এই বিপদজনক ভল্ট বিশ্বে এখন পর্যন্ত পাঁচজন দিয়েছেন । দীপার দাবি এই ভল্ট দেওয়ার ক্ষেত্রে তিনি সাবলীল ছিলেন।কারণ শেষ তিনমাসে প্রায় এক হাজার বার এই ভল্টটি অনুশীলন করেছেন ।
আরও পড়ুন আজকের দিনে জন্মগ্রহণ করেই কী কবি পেয়েছিলেন 'আসল' স্বাধীনতা!