নিজস্ব প্রতিবেদন: ১২৩ তম IFA Shield-র চ্যাম্পিয়ন রিয়েল কাশ্মীর (Real Kashmir)। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জর্জ টেলিগ্রাফ ২-১ গোলে হারাল তারা। বিজয়ীদের হয়ে দুটি গোল করেন লুকম্যান ও ম্যাসন রবার্টসন। আর জর্জের পক্ষে একমাত্র গোলটি গৌতম দাসের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Adelaide-এ ভারতের টেস্ট ইতিহাসে আজ কালো দিন ; ফিরে দেখা লজ্জার দিনগুলি


ISL খেলতে ব্যস্ত কলকাতার দুই প্রধান ATK Mohun Bagan ও SC East Bengal। সেমিফাইনালে মহামেডানকে ৪-০ গোলে হারিয়ে শিল্ডের ফাইনালে ওঠে রিয়েল কাশ্মীর (Real Kashmir)। সেই ম্যাচের হ্যাটট্রিক করেছিলেন লুকম্যান। ফাইনালে প্রতিপক্ষ ছিল জর্জ টেলিগ্রাফ। এদিনও ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সেই লুকম্যানই।  ১ গোলে এগিয়ে যায় রিয়েল কাশ্মীর। প্রথমার্ধে খেলার ফলে আর পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় জর্জ। গৌতম দাসের গোলে ম্যাচে সমতাও ফেরায় তারা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ৬০ মিনিটে রিয়েল কাশ্মীরের হয়ে জয়সূচক গোলটি করেন ম্যাসন রবার্টসন। 


আরও পড়ুন: Kohli-র সন্তান খেলবে অস্ট্রেলিয়ার হয়ে! মশকরা Brett Lee-র


এবছর IFA Shield সেরা কোচ হিসেবে PK Banerjee স্মারক পুরস্কার পেলেন জর্জ টেলিগ্রাফের কোচ রঞ্জন চৌধুরী। সর্বোচ্চ গোলদাতা লুকম্যান পেলেন কৃশানু দে ট্রফি। আর সেরা খেলোয়াড় রবার্টসন পেলেন চুনী গোস্বামীর নামাঙ্কিত ট্রফি।