নিজস্ব প্রতিনিধি : ক্রিকেটের পর এবার ফুটবল। আরও একবার দেশের ক্রীড়া মানচিত্রে জায়গা করে নিল কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের প্রথম ক্লাব হিসাবে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করল রিয়াল কাশ্মীর এফসি। দ্বিতীয় ডিভিশন আই লিগে দিল্লির হিন্দুস্তান এফসিকে হারিয়ে আই লিগে কোয়ালিফাই করল তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হ্যাটট্রিক করেও মুখ ভার মেসির, উগরে দিলেন ক্ষোভ


নিয়ম অনুযায়ী, দ্বিতীয় ডিভিশন আই লিগ জয়ী দল আই লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় ডিভিশন আই লিগের ফাইনাল রাউন্ডে রিয়াল কাশ্মীর এফসির পয়েন্য় ছিল সাত। দুটি জয় ও দুটি ড্রয়ের সৌজন্যে। হিন্দুস্তান এফসির বিরুদ্ধে ড্র করলেই সোজাসুজি আই লিগে খেলার যোগ্যতা অর্জন করত কাশ্মীরের ক্লাব। কিন্তু ডেভিড রবার্টসনের তত্ত্বাবধানে থাকা এই ক্লাব আধিপত্য দেখিয়ে ম্যাচটা জেতে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেল ইতিহাস সৃষ্টির জন্য কাশ্মীরের এই ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, 'আশা করি ওদের এই সাফল্য উপত্যকা অঞ্চলের যুবসমাজকে ফুটবল খেলতে উদ্বুদ্ধ করবে। আই লিগে কাশ্মীরের অন্তর্ভুক্তি টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলবে।'


আরও পড়ুন- সেঞ্চুরি করার পথে সুনীল