নিজস্ব প্রতিবেদন: রিয়াল মাদ্রিদের (Real Madrid) সমর্থকরা ফের বলছেন 'হালা মাদ্রিদ' (Hala Madrid)! এই নিয়ে ৩৫ বার লা লিগা (La Liga) জিতে নিল ‘লস ব্ল্যাঙ্কোস’ (Los Blancos)। শনিবার নিজেদের ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে (Santiago Bernabeu) রিয়াল ৪-০ গোলে এস্প্যানিয়লকে উড়িয়ে ঘরোয়া লিগ জিতল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খেতাব নিশ্চিত করার জন্য কার্লো অ্যানসেলোত্তির (Carlo Ancelotti) শিষ্যদের প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্টের। কিন্তু পুরো পয়েন্ট তুলে সাদা জার্সিধারীরা চলে গেল ধরা ছোঁওয়ার বাইরে। ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার ৩৪ ম্যাচে ৬৪ পয়েন্ট। ব্যবধান ১৭ পয়েন্টের। বাকি চারটি ম্যাচে কোনও ভাবেই রিয়ালকে আর টপকানো সম্ভব নয় নিকটতম প্রতিদ্বন্দ্বীর। চার ম্যাচ হাতে রেখেই বিগত তিনবারের চ্যাম্পিয়নরা জিতল লা লিগা। এদিন ম্য়াচের ৩৩ মিনিটে প্রথম গোল করেন রদ্রিগো। বিরতির ঠিক দু’মিনিট আগে ফের গোল করেন তিনি। বিরতিতে ২-০ এগিয়ে মাঠ ছাড়ে রিয়াল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মার্কো আসেনসিও স্কোরলাইন ৩-০ করেন। নির্ধারিত সময়ের ঠিক আট মিনিট আগে করিম বেঞ্জেমার গোল এস্প্যানিয়লের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়।


আরও পড়ুন: Jos Buttler: আগুনে ফর্মে 'জস দ্য বস'! ব্যাট হাতে ভাঙলেন এক দশকের পুরনো রেকর্ড


আরও পড়ুনMS Dhoni Returns As CSK Captain: 'ধোনি ইজ ব্যাক!' সোশ্যালে উঠল সুনামি



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)