ব্যুরো: লা লিগায় স্বপ্নের কামব্যাক রিয়াল মাদ্রিদের। পাঁচ গোলের থ্রিলার জিতে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখলেন রোনাল্ডোরা। দু গোলে পিছিয়ে পড়েও অ্যাওয়ে ম্যাচে তিন-দুই গোলে জিতল জিনেদিন জিদানের দল। (মোরিনহো জমানায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম ট্রফি, ম্যাচের নায়ক 'বুড়ো' ইব্রা)


ভিয়ারিয়ালের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরুতেই দু গোলে পিছিয়ে পড়ে রিয়াল। পাঁচ দিনের ব্যবধানে তখন জোড়া হারের ভ্রুকুটির সামনে দাঁড়িয়ে জিদানের দল। সেখান থেকেই দুরন্ত কামব্যাক করেন রোনাল্ডো-বেল-মার্সেলো-রা।  প্রথমে গ্যারেথ বেলের গোলে ব্যবধান কমায় রিয়াল। তারপর পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নাটকীয় ম্যাচে রিয়ালের জয় নিশ্চিত করেন আলভারো মোরাতা। এই মুহুর্তে এক ম্যাচ কম খেলে বার্সেলোনার থেকে এক পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ।