নিজস্ব প্রতিবেদন: চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। লা লিগার খারাপ ফর্ম কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে ফিরল জিনেদিন জিদানের দল। সাইপ্রাসে অ্যাপোয়েলকে ছয়-শূন্য গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিলেন রোনাল্ডোরা। লা লিগায় সিআরসেভেনের গোলখরা অব্যাহত থাকলেও,সাইপ্রাসে মেজাজে পাওয়া গেল পর্তুগিজ সুপারস্টারকে। জোড়া গোল করেন রোনাল্ডো। প্রথমার্ধেই চার গোলে এগিয়ে ছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে রোনাল্ডো শো। রিয়ালের হয়ে জোড়া গোল করেন রোনাল্ডো আর বেনজামা। অপর দুটি গোল মদ্রিচ আর নাচোর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হরভজনের মেয়েকে ছেলে বলে ক্ষমা চাইলেন সৌরভ!


চলতি বছরে চ্যাম্পিয়ন্স লিগে আঠেরো গোল করে নয়া রেকর্ড গড়লেন সিআরসেভেন। চ্যাম্পিয়ন্স লিগে ক্যালেন্ডার ইয়ারে কোনও ফুটবলারের  করা এটাই সর্বোচ্চ গোল। ষোলো গোল করে আগে এই রেকর্ডের মালিক ছিলেন রোনাল্ডোই। অ্যাপোয়েলের বিরুদ্ধে জোড়া গোল করে নিজেই নিজের রেকর্ড ভাঙলেন বিশ্বফুটবলের সেরা তারকা।