জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন মুলুকে প্রাক মরশুম প্রস্তুতি পর্বেই 'এল ক্লাসিকো' (El Clasico) খেলে ফেলল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা (Real Madrid vs Barcelona)। এবার ঐতিহ্যবাহী স্প্যানিশ ডার্বি দেখল নেভাডার অ্যালিজায়েন্ট স্টে়ডিয়াম। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে প্রীতি 'এল ক্লাসিকো'তে শেষ হাসি হাসল বার্সা! প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় ম্যাচ জিতল জাভির শিষ্যরা। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে প্রথম ম্যাচে তারা জিতেছিল ৬-০ গোলে। রিয়াল খেলল প্রাক মরশুমের প্রথম ম্যাচ।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের ২৭ মিনিটি বার্সার ব্রাজিলীয় মিডফিল্ডার রাফিনার গোলই বার্সার জয়ের জন্য যথেষ্ঠ ছিল। বায়ার্ন মিউনিখ থেকে রবার্ট লেওয়ানডস্কি এই মরশুমে এসেছেন বার্সেলোনায়। পোল্যান্ডের 'গোলমেশিন' এদিন নতুন ক্লাবের জার্সিতে প্রথম ম্যাচ খেললেন। অন্যদিকে রিয়াল এদিন খেলল করিম বেঞ্জেমাকে ছাড়াই। ইডেন অ্যাজারকে দিয়ে অ্যানসেলোত্তি আক্রমণ ভাগ সাজিয়ে ছিলেন। 


রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওর ভুলের সুযোগ নিয়েই ম্যাচের প্রথমার্ধে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন রাফিনা। রিয়ালের ডি বক্সের বাইরে থেকে অনবদ্য শটে গোল করে এগিয়ে দেন তরুণ ব্রাজিলিয়ান। প্রথমার্ধে টানটান ম্যাচ হল। তবে দ্বিতীয়ার্ধে ছন্দপতন ঘটল। প্রীতি ম্যাচে ফুটবলার বদলের চেনা ছবি ফুটে উঠল। রিয়াল চেষ্টা করেও ম্যাচে সমতায় ফিরতে পারেনি আর।


আরও পড়ুন: Neeraj Chopra: 'অলিম্পিক্সের থেকেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ কঠিন'! রুপোর মাহাত্ম্য বুঝিয়ে দিলেন নীরজ


আরও পড়ুন: Neeraj Chopra: মার্কিন মুলুকে নীরজের 'বর্শামঙ্গল'! গর্বিত মোদী থেকে রিজিজু


আরও পড়ুনExclusive| Neeraj Chopra | Anju Bobby George: নীরজের ভূয়সী প্রশংসায় বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম পদক জয়ী ভারতীয়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)