Neeraj Chopra: 'অলিম্পিক্সের থেকেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ কঠিন'! রুপোর মাহাত্ম্য বুঝিয়ে দিলেন নীরজ
"বিশ্ব চ্যাম্পিয়নশিপে অধিকাংশ সময়ে কড়া টক্কর দিতে হয়। অলিম্পিক্সের থেকেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ কঠিন। বিশ্ব মিটে চ্যাম্পিয়নশিপ রেকর্ড অলিম্পিক্সের থেকেও ওপরে।"
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭ অগাস্ট ২০২১। ভারতীয় অ্যাথলেটিক্সে 'রেড লেটার ডে' হিসাবেই লেখা থাকবে। অভিনব বিন্দ্রার (Abhinav Bindra) পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্সে সোনা জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি দেশের এই তারকা জ্যাভলিন থ্রোয়ার। হরিয়ানার পানিপথে অবস্থিত ছোট্ট গ্রাম খান্ডরা থেকে উঠে আসা নীরজ রবিবার অর্থাৎ আজ ফের ইতিহাস লিখলেন।
অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছেন কৃষক পরিবারের কৃতী সন্তান। ২০০৩ সালে অঞ্জু পেয়েছিলেন লং জাম্পে ব্রোঞ্জ। ১৯ বছর পর অঞ্জুকে ছাপিয়ে নীরজ রুপো জিতে দেশর মুখ বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল করলেন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে নীরজ বলছেন যে, অলিম্পিক্সের থেকেও এই ইভেন্ট কঠিন। আমেরিকার অরিগনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 'রুপো'র ফসল ফলিয়ে নীরজ সাংবাদিকদের বলেন, " বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতা বিরাট সম্মানের। অ্যাথলেটিক্সে এটি বিরাট প্রতিযোগিতা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অধিকাংশ সময়ে কড়া টক্কর দিতে হয়। অলিম্পিক্সের থেকেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ কঠিন। বিশ্ব মিটে চ্যাম্পিয়নশিপ রেকর্ড অলিম্পিক্সের থেকেও ওপরে। কঠিন লড়াইয়ের মাঠ। এই বছর জ্যাভলিন থ্রোয়াররা দারুণ ফর্মে আছে। দীর্ঘ প্রতীক্ষার পর ভারতকে এই আসরে পদক এনে দিতে আমি খুবই খুশি। আমাদের পুরো ভারতীয় দলই বেশ ভাল করেছে এই ইভেন্টে। ছ'জন ফাইনালে উঠেছে। ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য ভাল শুরু। আমি নিশ্চিত আগামী দিনে মেজর টুর্নামেন্টে ভারত ভাল করবে।"
গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস প্রথমেই ছোড়েন ৯০.৫৪ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা পেয়েছেন। নীরজ তাঁরও ভূয়সী প্রশংসা করেছেন ইভেন্টের পর। নীরজ প্রথমেই ফাউল থ্রো করেন এদিন। অ্যান্ডারসন পিটারস প্রথমেই ছোড়েন ৯০.২১ মিটার। ফলে নীরজের কাজটা কঠিন হয়ে যায়। দ্বিতীয় সুযোগে নীরজ ছোড়েন ৮২.৩৯ মিটার। তৃতীয় সুযোগে দূরত্ব বাড়ান টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী। নীরজ ছোড়েন ৮৬.৩৭ মিটার। ফলে চতুর্থ স্থানে ছিলেন তিনি। নিজের চতুর্থ থ্রোয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। নীরজ বলছেন, "চতুর্থ থ্রোয়ের পর আমি থাইয়ে অস্বাচ্ছন্দ্য বোধ করি। যতটা জোর দিয়ে ছুড়তে চেয়েছিলাম, সেটা করতে পারিনি। সত্যি বলতে পরিবেশ ভাল ছিল না। প্রচুর হাওয়া দিচ্ছিল। আমার মনে হয়েছিল ভাল ছুড়তে পারব।" নীরজের এরপর পাখির চোখ কমনওয়েলথ।
আরও পড়ুন: Neeraj Chopra: মার্কিন মুলুকে নীরজের 'বর্শামঙ্গল'! গর্বিত মোদী থেকে রিজিজু
আরও পড়ুন: Neeraj Chopra: রুপো নিয়েই সন্তুষ্ট থাকলেন 'সোনার ছেলে' নীরজ