সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সচিনকে আউট করায় খুনের হুমকি! চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন ব্রিটিশ পেসার
প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরানের রেকর্ডের হাতছানি তখন মাস্টার ব্লাস্টারের সামনে। কিন্তু সেই ম্যাচে তীরে এসে তরী ডোবে।
নিজস্ব প্রতিবেদন: শতরানের মুখে দাঁড়িয়ে থাকা সচিন তেন্ডুলকরকে আউট করায় খুনের হুমকি! নয় বছর পর এমনই চাঞ্চল্যকর কাহিনি সামনে আনলেন ব্রিটিশ পেসার টিম ব্রেসনান।
২০১১ সালে ইংল্যান্ড সফরে ওভাল টেস্টের ঘটনা। বাইশ গজে ৯১ রানে ব্যাট করছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯ শতরানের মালিক সচিন। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরানের রেকর্ডের হাতছানি তখন মাস্টার ব্লাস্টারের সামনে। কিন্তু সেই ম্যাচে তীরে এসে তরী ডোবে। ৯১ রানে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন সচিন। বোলার ছিলেন টিম ব্রেসনান। ফলে ঐতিহাসিক মাইলস্টোনের জন্য জন্য অপেক্ষা বাড়ে মাস্টার ব্লাস্টারের।
এরপরই সচিন ভক্তদের রাগ গিয়ে পড়েছিল ব্রেসনানের উপর। টুইটারে তাঁকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। বাদ যাননি সেই ম্যাচের আম্পিয়ার রড টাকারও। অস্ট্রেলিয়ান আম্পায়ার টাকারই সচিনকে আউট দিয়েছিলেন। খুনের হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তা বাড়িয়ে দেন অস্ট্রেলিয়ান আম্পায়ার। সেই ঘটনার প্রায় এক দশক পর টিম ব্রেসনানও মানছেন যে তাঁর মনে হয়েছিল সচিনকে আউট করার বলটা সম্ভবত লেগ স্টাম্প মিস করতে চলেছে।
আরও পড়ুন - গুরু-শিষ্যের সম্পর্ক বাবা-ছেলের মতো! দুর্দিনে বুঝিয়ে দিলেন বাংলাদেশের অধিনায়ক