ওয়েব ডেস্ক: আগামিকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ। আবার এক ঝাঁক তারকার ধুম ধাড়াক্কা ম্যাচ। কাল থেকে সেই ম্যাচগুলো উপভোগ করার আগে জেনে নিন ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের দুর্দান্ত সব তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) এই প্রতিযোগিতায় সবথেকে বেশি রানের ইনিংস খেলেছে  সেন্ট কিটস্। তারা অ্যান্টিগার বিরুদ্ধে ২০০৬ সালে ২০ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলেছিল।


২) এই প্রতিযোগিতায় সবথেকে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে লিওয়ার্ড। তারা নর্থ সাউন্ডের বিরুদ্ধে আউট হয়ে গিয়েছিল ৪৪ রানে।


৩) এই প্রতিযোগিতায় সবথেকে বেশি রান করার রেকর্ড রয়েছে লেন্ডল সিমন্সের। তিনি করেছেন মোট ১৮০৩ রান। ৬০ ম্যাচ খেলে।


৪) এই প্রতিযোগিতায় এক ইনিংসে সবথেকে বেশি রান করার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। তিনি ৬১ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছিলেন।


৫) এই প্রতিযোগিতায় সবথেকে বেশি উইকেটের মালিক সান্টোকি। তিনি মোট ৫৩ ম্যাচ খেলে ৯১টি উইকেট পেয়েছেন।


আরও পড়ুন তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার