নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের দ্বিতীয় দিনেই ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের সূচি ঘোষণা করে দিল আইএসএল কর্তৃপক্ষ। ১১ জানুয়ারি, ২০২১ সুপার লিগের প্রথম লেগ শেষ হচ্ছে। ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে আইএসএল এর দ্বিতীয় লেগ। সূচি প্রকাশ হতেই আকর্ষণের কেন্দ্রে সেই কলকাতা ডার্বি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Ind vs Aus : তৃতীয় টেস্টের আগে বিপদ বাড়ল, নিজেদের ভুলে আইসোলেশনে রোহিত, পন্থরা


আগামী ১৯ ফেব্রুয়ারি আইএসএল এর  কলকাতা ডার্বিতে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও এসসি ইস্ট বেঙ্গল। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ব্লক বাস্টার ফ্রাইডে তে হাই ভোল্টেজ ডার্বি। সন্ধ্যে সাড়ে সাত টায় শুরু হবে বড় ম্যাচ। গত বছর ২৭ নভেম্বর আইএসএল এর প্রথম কলকাতা ডার্বিতে এসসি ইস্ট বেঙ্গল কে ২-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। যা ছিল ইন্ডিয়ান সুপার লিগে লাল হলুদের অভিষেক ম্যাচ। 


 



২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবারের আইএসএল এর গ্রুপ পর্বের ম্যাচ। শেষ ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। প্রসঙ্গত এবারের আইএসএল এর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরূদ্ধে অভিযান শুরু করেছিল এটিকে মোহনবাগান। যদিও নক আউট পর্বের সূচি এখনও ঘোষণা করা হয়নি।