`Remove ATK`, প্রতিবাদে পথে সবুজ-মেরুন সমর্থকরা
এখানেই অবশ্য তাঁরা থামতে রাজি নন। প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুমকি দিচ্ছেন মেরিনার্সরা।
নিজস্ব প্রতিবেদন: ইঙ্গিত আগেই মিলেছিল। এবার প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল কলকাতার রাস্তায়। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তৃতীয় কিট নিয়ে ঝামেলার সূত্রপাত। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে গতবারের এটিকের অ্যাওয়ে জার্সির আদলে জার্সি পরে মাঠে নামে এটিকে মোহনবাগান। এই নিয়েই ক্ষোভের আগুন জ্বলতে থাকে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। তখনই তাঁরা হুঁশিয়ারি দিয়ে দেয় প্রয়োজনে ভিক্টোরিয়া হাউসে অবস্থান বিক্ষোভ করবেন।
প্রথমে মোহনবাগান ক্লাবের সামনে 'Remove ATK' ব্যানার-পোস্টার নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ চলে। এরপর ধর্মতলায় CESC-র সদর দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে স্লোগান-পোস্টার নিয়ে প্রতিবাদে পথে নামে মেরিনার্সরা। এটিকে-র সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণের প্রতিবাদ জানায় তাঁরা। এদিন তাঁরা স্লোগান তোলেন, "এটিকে নাম মুছতে হবে , নইলে গদি ছাড়তে হবে।"
আরও পড়ুন- স্টার্ক-কামিন্সদের বাউন্সার অনায়াসে সামলেছেন কীভাবে? জানালেন Shubman Gill
আসলে মোহনবাগান নামের আগে এটিকে নাম যুক্ত হওয়ায় একেবারেই খুশি নন সমর্থকরা। সেই চাপা ক্ষোভ ছিলই। এবার চলতি মরসুমে তৃতীয় কিট ইস্যুতে যেন আগুনে ঘি পড়ে গেল। এখানেই অবশ্য তাঁরা থামতে রাজি নন। প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুমকি দিচ্ছেন মেরিনার্সরা।
আরও পড়ুন-কোচ শাস্ত্রীই অনুপ্রেরণা, এবার টেস্টে ওপেন করতে চান Washington Sundar