পন্টিং আমাকে ছেলের মতো যত্ন করতেন, বললেন হার্দিক পাণ্ডিয়া
কিন্তু আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে সে বছর খেলার সৌজন্যে লাইম লাইটে আসেন।
নিজস্ব প্রতিবেদন: ২০১৫ সালের আইপিএলের আগে তাঁকে সেভাবে চিনত না ভারতীয় ক্রিকেট। কিন্তু আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে সে বছর খেলার সৌজন্যে লাইম লাইটে আসেন। সেখান থেকে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।
আসলে ঘরোয়া একটা টুর্নামেন্টে ঝোড়ো ৮২ রানের ইনিংস খেলার পর মুম্বই ফ্র্যাঞ্চাইজি সেবার কিনে নেয় হার্দিক পাণ্ডিয়াকে। আর প্রথম বছরেই রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটারের সান্নিধ্য পান তিনি।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাত্কারে হার্দিক পাণ্ডিয়া বলেন,"রিকি পন্টিং এমন একজন ছিলেন যিনি আমার সেরা যত্ন নিয়েছেন। উনি তো আমাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন। আমার কাছে বাবার মতোই একজন ছিলেন পন্টিং। অনেক কিছু শিখেছি তাঁর কাছ থেকে। আমার সঙ্গে নানা বিষয়ে কথা বলতেন পন্টিং।"
আরও পড়ুন -আমফান বিধ্বস্ত সুন্দরবনের দুর্গতদের পাশে বাংলার কোচদের সংগঠন, এগিয়ে এলেন বাগানের দুই প্রাক্তন কোচ