আমফান বিধ্বস্ত সুন্দরবনের দুর্গতদের পাশে বাংলার কোচদের সংগঠন, এগিয়ে এলেন বাগানের দুই প্রাক্তন কোচ

"কোচেস হু কেয়ার" -এর তরফ থেকে অর্থ সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে।

Updated By: Jun 3, 2020, 04:39 PM IST
আমফান বিধ্বস্ত সুন্দরবনের দুর্গতদের পাশে বাংলার কোচদের সংগঠন, এগিয়ে এলেন বাগানের দুই প্রাক্তন কোচ

নিজস্ব প্রতিবেদন: আমফানে সুন্দরবনের বিধ্বস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন মোহনবাগানের গোলরক্ষক শিল্টন পাল। এবার বিধ্বংসী আমফানে সর্বসান্ত হয়ে যাওয়া সুন্দরবনের দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন বাংলার কোচেরা। সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্ত বাংলাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে কোচেদের সংগঠন
 "কোচেস হু কেয়ার"।

"COACHES WHO CARE"-এই সংগঠনের সদস্য মোহনবাগানের প্রাক্তন দুই বাঙালি কোচ সঞ্জয় সেন আর শংকরলাল চক্রবর্তী। রয়েছেন জহর দাসও। "কোচেস হু কেয়ার" -এর তরফ থেকে অর্থ সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে। এই সপ্তাহের শেষে শনিবার কোচেদের সংগঠন "কোচেস হু কেয়ার" তরফ থেকে সঞ্জয় সেন, শংকরলাল চক্রবর্তীরা ত্রাণ নিয়ে যাচ্ছেন সুন্দরবনের বিধ্বস্ত এলাকায়। সেখানকার মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি দুর্গতদের  আর্থিক সাহায্য করা হবে কোচেদের সংগঠনের পক্ষ থেকে।

ফুটবলারদের সংগঠন "প্লেয়ার ফর হিউম্যানিটি "-র পর কোচেদের সংগঠন  "কোচেস হু কেয়ার" আমফানে সুন্দরবনের দুর্গতদের সাহায্যে যেভাবে এগিয়ে এসেছে তাতে গর্বিত বাংলার ক্রীড়ামহল ।

আরও পড়ুন - ধোনির সঙ্গে টুকরো টুকরো স্মৃতি, শেয়ার করলেন শামি  

.