ওয়েব ডেস্ক: তিনি রিকি পন্টিং। আইপিএলে খেলেছেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন। আবার আইপিএলে কোচিংও করিয়েছেন। সেই রিকি পন্টিং আইপিএলের মাঝপথে এসে নিজের পছন্দের সেরা একাদশও গড়লেন। যদিও আইপিএলের দল গড়ার নিয়ম তিনি মানেননি নিজের পছন্দের দল গড়ার সময়। আইপিএলের নিয়ম অনুযায়ী একটি দল মোট চারজন বিদেশিকে খেলাতে পারে। অর্থাত্‍, দেশের ক্রিকেটার খেলাতে হয় সাতজনকে। রিকির দলে ভারতীয় সূযোগ পেয়েছেন মাত্র চারজন। এবারের আইপিএল দেখে, ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর নজর রেখেই দল গড়েছেন প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক। তাঁর দলের ক্যাপ্টেন করেছেন ডেভিড ওয়ার্নারকে। এবং উইকেট কিপার হিসেবে রেখেছেন জস বাটলারকে। এবার দেখে নিন রিকি পন্টিংয়ের বিচারে আইপিএলের সেরা একাদশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন গ্রেগ চ্যাপেলের জন্য মোটেই তাঁর কেরিয়ার এমন হয়নি, বললেন ইরফান পাঠান


১) হাসিম আমলা (কিংস ইলেভেন পাঞ্জাব)
২) ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ)-অধিনায়ক
৩) সুরেশ রায়না (গুজরাট লায়ন্স)
৪) জস বাটলার (মুম্বই ইন্ডিয়ান্স)-উইকেট কিপার
৫) নীতিশ রানা (মুম্বই ইন্ডিয়ান্স)
৬) গ্লেন ম্যাক্সওয়েল (কিংস ইলেভেন পাঞ্জাব)
৭) ক্রিস মরিস (দিল্লি ডেয়ার ডেভিলস)
৮) হরভজন সিং (মুম্বই ইন্ডিয়ান্স)
৯) ভূবনেশ্বর কুমার (সানরাইজার্স হায়দরাবাদ)
১০) মিচেল ম্যাককালাঘান (মুম্বই ইন্ডিয়ান্স)
১১) রশিদ খান (সানরাইজার্স হায়দরাবাদ)


আরও পড়ুন  ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি, পাক বোর্ডের প্রতিনিধি নাজাম শেঠির