জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের (IPL 2024) হাত ধরেই দীর্ঘ ১৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে প্রায় এক মাসের বেশি আইপিএল খেলেও, ঋষভকে সেরকম ছন্দে পাওয়া যাচ্ছিল না। আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে (T20 World Cup 2024 Indian Team) তাঁর জায়গা পাওয়া নিয়েও উঠছিল প্রশ্নচিহ্ণ! বলা হচ্ছিল ঋষভ খেলছেন ঠিকই, তবে সেই 'ভিন্টেজ' ঋষভ কোথাও যেন হারিয়ে গিয়েছেন। বিগত কিছু ঘণ্টায় ঋষভ কেন্দ্রিক যাবতীয় সমালোচনা বন্ধ হয়ে গিয়েছে। কারণ ঋভষ ফিরেছেন ঋষভে। সেই চেনা মেজাজে ঝোড়ো ব্য়াটিং করেই, নিজের টিম দিল্লি ক্য়াপিটালসকে রুদ্ধশ্বাস ম্যাচে জিতিয়েছেন গুজরাত টাইটান্সের (DC vs GT, IPL 2024) বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Babar Azam: মুখের উপর ফিরিয়েছেন বাবরের বিয়ের প্রস্তাব! চরম পরিণতির শিকার সুন্দরী পাক অভিনেত্রী



গত বুধবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, মুখোমুখি হয়েছিল দিল্লি-গুজরাত। ঋষভ ৪৩ বলে ৮৮ রানের মারকাটারি ইনিংস খেলেছেন ৫টি চার ৮টি ছয়ের সৌজন্য়ে। ব্য়াট করেছেন ২০৪.৬৫ এর স্ট্রাইক রেটে। দিল্লির রান তাড়া করতে নেমে গুজরাত চার রানে হেরে গিয়েছে। ম্য়াচে ঋষভের মারা একটি ছয়ে আহত হয়েছেন বিসিসিআই-এর প্রোডাকশন টিমের এক চিত্রগ্রাহক। খেলার শেষে, ঋষভ তাঁর দলের হেড কোচ রিকি পন্টিংকে নিয়ে গিয়ে ক্ষমা চেয়েছেন প্রকাশ্য়ে। আইপিএল সেই ভিডিয়ো শেয়ার করেছে এক্স হ্য়ান্ডেলে। সেখানে ঋষভকে বলতে শোনা গিয়েছে, 'সরি দেবাশিস ভাই। আমি ইচ্ছাকৃত ভাবে আপনাকে মারিনি। তবে আমি মনে করি যে, আপনি দ্রুত সেরে উঠবেন। আমার শুভকামনা রইল।' ঋষভ আইপিএলে এখনও পর্যন্ত ৩৪২ রান করেছেন ৯ ম্য়াচে। তাঁর গড় ৪৮.৮৫। স্ট্রাইক রেট ১৬১। 
 
চলতি আইপিএল শেষ হলেই ফের তোড়জোড় আরও একটা বিশ্বকাপের। এবার কুড়ি ওভারের মহাযজ্ঞ। দেখতে গেলে হাতে আর বেশি দিন বাকি নেই। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্ম ভাবে আয়োজন করবে টি-২০ বিশ্বকাপ। অংশ নিতে চলা ২০টি দলই তাদের রণকৌশল মোটামুটি ছকে নিয়েছে। বিশ্বের এক নম্বর টি-২০ দল ভারতও হাত গুটিয়ে বসে নেই। রাহুল দ্রাবিড়ের থিংকট্য়াংক মোটামুটি দল বেছেই ফেলেছে। সামান্য় পরিবর্তন আসবে। তা আর বলার অপেক্ষা রাখে না। 


আরও পড়ুন: Marcus Stoinis On MS Dhoni: মাহি মন্ত্রেই মার্কাসের মোক্ষলাভ! ধোনি-গড়ে জয়ধ্বজা উড়িয়ে জানালেন লখনউয়ের 'নবাব'


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)