কিংস্টনে নজির! ধোনিকে টেক্কা দিলেন ঋষভ পন্থ
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে ১১টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড করেন ঋষভ পন্থ।
নিজস্ব প্রতিবেদন: মহেন্দ্র সিং ধোনিকে টেক্কা দিলেন ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে দ্রুততম ৫০টি শিকার পন্থের নামের পাশে। রবিবার কিংস্টনের সাবাইনা পার্কে টেস্টের তৃতীয় দিনে এই নজির গড়েন পন্থ।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ইশান্ত শর্মার বলে ক্রেগ ব্রেথওয়েটের সহজ ক্যাচ তালুবন্দি করতেই টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে ৫০ তম শিকার করেন ঋষভ পন্থ। তাও কেরিয়ারের ১১ নম্বর টেস্টে। টেস্টে মহেন্দ্র সিং ধোনি উইকেটের পিছনে দাঁড়িয়ে ৫০ উইকেট শিকার করেছিলেন ১৫টি টেস্টে। আর এখানেই ধোনিকে টেক্কা দিলেন পন্থ। একই সঙ্গে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে টেস্টে দ্রুততম ৫০টি শিকারের নজির ঋষভ পন্থের।
আরও পড়ুন - দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে ভারতীয়-এ দলের নেতৃত্বে ঋদ্ধিমান
গত ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে ১১টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড করেন ঋষভ পন্থ। পন্থের পাশাপাশি এই রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক রাশেল এবং দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের দখলে।