জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: একজন মারণ কর্কট রোগকে (Cancer) স্টেপ আউট করে গ্যালারিতে ফেলে দিয়েছিলেন। আর একজন গাড়ি দুর্ঘটনায় (Road Accident) প্রবল জখম হলেও, জীবনযুদ্ধে জিতে গিয়েছেন। এখন শুধু তাঁর মাঠে ফেরার অপেক্ষা। প্রথমজন এক ও অদ্বিতীয় যুবরাজ সিং (Yuvraj Singh)। আর একজন তাঁর অনুরাগী ঋষভ পন্থ (Rishabh Pant)। টিম ইন্ডিয়ার (Team India) এহেন তারকা উইকেটকিপার-ব্যাটারের সঙ্গে দেখা করলেন জোড়া বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার। ঋষভের সঙ্গে দেখা করার সেই ছবি টুইটারে পোস্ট করেছেন যুবি। দুই তারকার এমন মুহূর্ত সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সাক্ষাৎকারে ঋষভকে ইতিবাচক মানসিকতার হাসিখুশি ছেলে বলে দাবি করে যুবরাজ লিখেছেন,'ছোট ছোট কয়েকটি ধাপ। এই চ্যাম্পিয়নটি আবার ঘুরে দাঁড়াবেই। তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। খুবই ইতিবাচক ও হাসিখুশি একটা ছেলে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।' 



গত ১৫ মার্চ ঋষভ তাঁর সুস্থতার ইঙ্গিত দিয়েছিলেন। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা তাঁর জীবন থেকে বেশ কিছুটা সময় কেটে নিয়েছে। এখনও ঋষভ নিজের পায়ে কিছুটা হলেও হাঁটতে পারছেন। তবুও সেই ক্রাচের ওপরেই ভরসা করতে হচ্ছে তাঁকে। তবে ফিরতে যে তাঁকে হবেই! ফেরার লড়াইয়ে মগ্ন ঋষভ। ফ্যানদের মাঝেমধ্যেই শেয়ার করেন আপডেট। ঋষভ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছে, পুলের মধ্যে তিনি কখনও ধীর পায়ে হাঁটছেন। কখনও আবার ক্রাচ নিয়ে হাঁটছেন। ঋষভ লিখেছিলেন, 'ছোট, বড় এবং এর মাঝে যা আছে, সব কিছুর জন্য কৃতজ্ঞ।'


আরও পড়ুন: Hardik Pandya, IND vs AUS 1st ODI: রোহিতের অবর্তমানে কোন ওপেনিং জুটির উপর ভরসা রাখলেন হার্দিক?


আরও পড়ুন: Virat Kohli, IND vs AUS 1st ODI: সচিন, পন্টিংয়ের কোন রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় বিরাট কোহলি



গত ৩০ ডিসেম্বর ভোররাতে হাইওয়েতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। পুড়ে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। প্রথমে দেরহাদুন ও পরে মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার হয় ভারতীয় উইকেটকিপারের। গত ১৬ জানুয়ারি টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, 'সকলে যেভাবে আমার পাশে থেকেছেন, তাতে আমি অভিভূত। খুশির খবর, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ধীরে ধীরে সেরে উঠছি। আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি।' 


বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছিলেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত মাঠে ফেরা হচ্ছে না পন্থের। কারণ পুরোপুরি ফিট হতে এখনও অনেকটাই সময় লাগবে তাঁর। কড়া নিয়ম মেনে চলবে রিহ্যাব। এখন ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে ঋষভ কামব্যাক করতে পারেন কিনা সেটাই দেখার। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)