নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল-এ (IPL 2022) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও সেই দলের অধিনায়ক ঋষভ পন্থের (Rishbah Pant) হাল বেহাল। দল ও অধিনায়কের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। নেতৃত্বের চাপ যে পন্থের মতো তরুণ নিতে পারছেন না, সেটা প্রায় প্রতি ম্যাচেই বোঝা যাচ্ছে। আর তাই এ বার পন্থকে আরও দায়িত্বশীল হওয়ার কড়া বার্তা দিলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। বীরুর দাবি পন্থকে এ বার ব্যাট হাতে পারফর্ম করতে হবে। ‘ঘি খাওয়ার পুরানো গল্প শুনিয়ে চলবে না’!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “দলকে এগিয়ে নিয়ে যেতে হলে পন্থকে ব্যাট হাতে আরও দায়িত্ব নিতে হবে। কিন্তু সমস্যা হল পন্থ ক্রিজে টিকে থেকে রান করতে গেলে ওর স্ট্রাইক রেট কমে যাচ্ছে। এ দিকে দ্রুত রান তুলতে গেলে, ও উইকেট ছুঁড়ে আসছে! তাই এই মুহূর্তে মাথা ঠাণ্ডা রাখতে হবে। কবে রান করেছিল সেটা নিয়ে বসে থাকলে চলবে না। কবে ঘি খেয়েছে সেটা মনে রেখে লাভ নেই। আসলে পন্থের মতো ব্যাটার ৪০ রান করলে ভাল লাগে না। এতে পন্থ ও দিল্লির কোনও লাভ হচ্ছে না।“


এই মুহূর্তে নয় ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে দিল্লি। পন্থের ব্যাটেও সেই আগুনে মেজাজ দেখা যাচ্ছে না। নয় ম্যাচে মাত্র ২৩৪ রান করেছেন অধিনায়ক। গড় ৩৩.৪২। স্ট্রাইক রেট ১৪৯.০৪। একটাও অর্ধ শতরান নেই।


তবে পন্থের অফ ফর্ম ছাড়া, দলের বোলাররাও ছন্দে নেই। কুলদীপ যাদব (Kuldeep Yadav) পারফর্ম করলেও, শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও অক্ষর প্যাটেলকে (Axar Patel) দিয়ে পুরো চার ওভার পূর্ণ করানো হচ্ছে না। বীরুর মতে এটাও দিল্লির পিছিয়ে যাওয়ার বড় কারণ।


আরও পড়ুন: Mamata Banerjee, Santosh Trophy: বাংলার ফুটবলারকে চাকরি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী


আরও পড়ুন: Virat Kohli, IPL 2022: রানে ফেরার জন্য কোহলিকে কোন মজার পরামর্শ দিলেন David Warner? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)