ঋষভ পন্থের দেড়শো, জাদেজার ৮১! বিশাল রানের চাপে কোণঠাসা অস্ট্রেলিয়া
পন্থ-জাদেজার যুগলবন্দিতে যেন আরও ভোঁতা হয়ে গিয়েছে অস্ট্রেলিয় বোলিং লাইনের ধার।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চম উইকেটে ১০১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারসিপে পূজারাকে যথাযথ সাহায্য করলেও নিয়ের অর্ধ শতক হাত ছাড়া করেন হনুমা বিহারি। মধ্যাহ্নভোজের আগে ব্যক্তিগত ৪২ রানে নাথান লিঁয়র বলে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে যেতে হয় তাঁকে। এর পরই ক্রিজে নামেন ঋষভ পন্থ।
মধ্যাহ্নভোজের পর আর ১২ রান যোগ করে ১৯৩ রানে আউট হয়ে ফিরে যান পূজারাও। এ বারও শিকারি সেই নাথান লিঁয়। নিশ্চিত ২০০ রানের মাইলস্টোন হাত ছাড়া হয় তাঁর। কিন্তু এর পর আর অজিদের মাথায় চড়তে দেননি ঋষভ পন্থ আর রবীন্দ্র জাদেজা।
অস্ট্রেলিয় বোলিং লাইনের উপর ক্রমাগত হামলা চালিয়ে টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান করেন ফেলেন ঋষভ। উইকেটের পিছন থেকে অস্ট্রেলিয় স্লেজিংয়ের পাল্টা স্লেজিং আর উইকেটের সামনে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে ঋষভ বুঝিয়ে দিলেন, শুধু স্লেজিংয়ে নয়, ব্যাটিংয়েও জবাব দিতে পারেন তিনি। এ দিকে রবীন্দ্র জাদেজাও নিজের টেস্ট কেরিয়ারের নবম অর্ধ শতরান সেরে ফেলেছেন। পন্থ-জাদেজার দেড়শো রানের যুগলবন্দিতে যেন আরও ভোঁতা হয়ে গিয়েছে অস্ট্রেলিয় বোলিং লাইনের ধার। ১৬৩ ওভারের শেষে ভারতের রান এখন ৫৮৬/৬।