জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের তারকা উইকেটরক্ষক ঋষভ পন্ত দিল্লি থেকে উত্তরাখণ্ডে ফেরার সময় একটি বড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পান্থ বলেন যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন গাড়ি চালানোর সময়। সে কারণে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং এই দুর্ঘটনা ঘটে। তিনি উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন যে পন্থ তাঁর বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিলেন। নরসান সীমান্তে ডিভাইডারে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। পন্থকে প্রথমে রুরকির সক্ষম হাসপাতালে ভর্তি করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



চিকিৎসকদের মতে, কপাল এবং পায়ে আঘাত পেয়েছেন পন্থ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পুলিস সুপার স্বপ্না কিশোর সিং। সক্ষম হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সুশীল নগর জানিয়েছেন যে বর্তমানে ঋষভ পন্থের অবস্থা স্থিতিশীল, তাকে ম্যাক্স দেরাদুনে রেফার করা হয়েছে।


উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আহত ক্রিকেটার ঋষভ পন্তের চিকিৎসার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিশ্চিত করতে এবং প্রয়োজনে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 


আরও পড়ুন: Ronaldo | Messi | Pele: 'রাজা পেলে'র ভালোবাসাকে কুর্নিশ ক্রিস্টিয়ানোর, তিন অক্ষরের শ্রদ্ধার্ঘ লিওর


প্রত্যক্ষদর্শীদের মতে, ঋষভের গাড়িতে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একইসঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থকে দিল্লি রোডের সক্ষম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: Pele Passes Away: সম্রাটহীন ফুটবল! ৮২ বছরে জীবনাবসান পেলের


 



সংঘর্ষের পর ঋষভ পন্তের গাড়িতে আগুন ধরে যায়। পুলিস জানিয়েছে, ঋষভ পন্থ পুড়ে গেলেও তার অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনার সময় তিনি গাড়িতে একা ছিলেন এবং পালানোর জন্য উইন্ডশিল্ড ভেঙে বেরিয়ে আসেন তিনি। তিনি নিজের শহর রুরকিতে যাচ্ছিলেন। সেই সময় তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পরে। তাঁকে দেরাদুনের মাক্স হাসপাতালে রেফার করা হয়েছে। পন্থের শরীরে প্লাস্টিক সার্জারি করা হবে বলেও জানা গিয়েছে।


জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণ ট্যুইট করে লিখেছেন, 'ঋষভ পন্তের জন্য প্রার্থনা। সৌভাগ্যক্রমে তিনি বিপদমুক্ত। পন্থের দ্রুত সুস্থতা কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো চ্যাম্প।'



শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন ঋষভ পন্থ। বিসিসিআই-এর প্রেস রিলিজে উল্লেখ করা হয়নি যে পন্থ আহত হয়েছেন, বিশ্রাম নিয়েছেন নাকি তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। দিল্লির এই উইকেটরক্ষক বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে খেলেননি কারণ বিসিসিআই তাকে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)