ওয়েব ডেস্ক: ক্রিকেট জ্বরে আক্রান্ত ক্রিকেট বিশ্ব। গেইল থেকে রুট, কোহলি থেকে ফকনার। টি২০ বিশ্বকাপে রোজ রোজ ঝলসে উঠছেন তারকারা। প্রতিদিন ক্রিকেটাদের পারফরম্যান্স আমাদের বিষ্মিত করছে। এভাবেও 'জিতে ফেলা যায়' যেমন হচ্ছে, তেমনই হচ্ছে এভাবেও 'হেরে ফেরা যায়ে'র মত ঘটনা। এমন সময় শুনন এমন এক ব্যাটসম্যানের কথা যিনি আউট হয়েছেন এমনভাবে যে আউটটাকে বলা হয় দুনিয়ার সবচেয়ে খারাপভাবে আউট। ব্যাটসম্যানের নাম গ্র্যান্ট ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট স্লগ ওভারে পেটাতে গিয়ে যেভাবে আউট হলেন সেটা দেখুন--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

<