জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর ঝুলিতে কুড়িটি গ্র্যান্ড স্ল্যাম। তিনি শুধু টেনিস (Tennis) জগতের প্রবাদপ্রতিম। তাঁর খেলায় রয়েছে শিল্পের ছোঁয়া। তাঁকে দেখেই র‍্যাকেট হাতে তুলেছে অগণিত পরবর্তী প্রজন্ম। এই মুহূর্তে হাঁটুর চোটে ভুগছেন রজার ফেডেরার (Roger Federer)। ফলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তালিকা থেকেও ছিটকে গিয়েছেন। এমন পরিস্থিতিতে ফেডেরার মনে করছেন, এ বার হয়তো থামার সময় এসে গিয়েছে। সুইস টেনিস তারকার রজার দাবি, যদি জেতার খিদে না থাকে, তাহলে শুধু শুধু খেলা চালিয়ে যাওয়ার কোনও মানে হয় না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২১ সালে হুবার্ট হুরকাজের কাছে হেরে উইম্বলডন (Wimbledon) থেকে বিদায় নিয়েছিলেন ফেডেরার। এরপর থেকে তাঁকে আর র‍্যাকেট হাতে দেখা যায়নি। সেখান থেকেই নানা জল্পনা শুরু হয়, আদৌ কি আর কোনওদিন টেনিস কোর্টে নামবেন তিনি? জল্পনা উসকে দিয়ে ফেডেরার বলেছেন, "এখন আমার জীবনে অপরিহার্য নয় টেনিস। ছোট ছোট কিছু জিনিস নিয়েই খুশি থাকতে ভাল লাগে। যেমন আমার ছেলে যদি কোনও ভাল কাজ করে বা মেয়ে পড়াশোনায় ভালো রেজাল্ট করে, সেই নিয়ে ব্যস্ত থাকতেই ভাল লাগে।" 


তিনি আরও যোগ করেছেন, "আমি সব সময় জিততে ভালবাসি। যদি ম্যাচ জেতার খিদে না থাকে, তাহলে থেমে যাওয়াই ভাল।" সেই সঙ্গে তিনি বলেছেন, "টেনিস আমার জীবনের অংশ। কিন্তু আমার পুরো জীবনটা শুধুমাত্র টেনিস নয়। খেলা ছাড়াও অন্য অনেক কিছু করার আছে। সে দিকে মন দিতে চাই। আমি জানি পেশাদার জীবন খুব বেশিদিন থাকে না। তাই টেনিস না খেলা নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।" 


সেই ১৯৯৮ সাল থেকে উইম্বলডনে অংশ নিয়েছেন। এই প্রথমবার ফেডেরারকে বাদ দিয়েই উইম্বলডনের আসর বসেছিল। কারণ তাঁর চোট এখনও সারেনি। ফলে তাঁর কোর্টে নামার সম্ভাবনা কমে আসছে। এমনটাই মনে করছে টেনিস দুনিয়া। 


আরও পড়ুন: Eoin Morgan: অবসর ভেঙে কোন প্রতিযোগিতায় খেলবেন বিশ্বকাপ-জয়ী অধিনায়ক?


আরও পড়ুন: Sri Lanka Crisis: আগুনে পেসার প্যাট কামিন্সের মানবিক রূপ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta A)