নিজস্ব প্রতিবেদন : টরেন্টোতে আয়োজিত আসন্ন রজার্স কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিশ্বের দু'নম্বর টেনিস তারকা রজার ফেডেরার। চলতি বছরে সাতটি সিঙ্গেলস ইভেন্টে কোর্টে নেমেছেন ফেডেক্স। এর মধ্যে তিনটিতে জিতেছেন তিনি। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২০তম গ্র্যান্ডস্ল্যামের মালিক হন রজার। তারপর জিতেছেন রটারডাম ও স্টুর্টগার্ট ওপেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - মেসি-রোনাল্ডো-এমবাপেদের ভাগ্য এবার আপনাদের হাতে!


এবার দারুণ ছন্দে থাকলেও কোয়ার্টার ফাইনালে কেভিন অ্যান্ডারসনের কাছে হেরে উইম্বলডন থেকে বিদায় নিয়েছেন ফেদেরার। কিন্তু অগস্টে রজার্স কাপে নামার আগেই সরে দাঁড়ালেন তিনি। ইউএস ওপেনের ঠিক আগে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন ৩৬ বছর বয়সী ফেডেরার। তিনি বলেন, কেরিয়ার দীর্ঘায়িত করার ক্ষেত্রে সিডিউল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমি টরেন্টো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।


আরও পড়ুন- চিনের টিভি চ্যানেলে রোনাল্ডোকে নিয়ে তোলপাড়!


তবে ফেদেরার সরে দাঁড়ালেও উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ, ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল খেলবেন এই এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্স ১০০০ ইভেন্টে। গত বছর এই টুর্নামন্টের ফাইনালে জার্মানির অ্যালেকন্ডার জারেভের কাছে হেরেছিলেন সুইস তারকা ফেডেরার।