SA vs IND: সংক্ষিপ্ততম ঐতিহাসিক টেস্টের নজির! কেপটাউন জিতে গর্বিত রোহিত, প্রশংসা করলেন কার?
Rohit Sharma credits Mohammed Siraj Jasprit Bumrah for Indias first ever Test win in Cape Town: কেপটাউন টেস্ট জয়ের জন্য় রোহিত শর্মা সাধুবাদ জানালেন তাঁর বোলারদের। পাশাপাশি বললেন হার থেকেই নিতে হবে শিক্ষা।
দক্ষিণ আফ্রিকা ৫৫ ও ১৭৬
ভারত ১৫৩ ও ৮০/৩
ভারত জয়ী ৭ উইকেটে
ম্য়াচের সেরা: মহম্মদ সিরাজ (৬/১৫, ১/৩১)
সিরিজের সেরা: ডিন এলগার (২০১ রান) ও জসপ্রীত বুমরা (১২ উইকেট)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদেশের মাটিতে দেড় দিনেই টেস্ট জিতে নিল ভারত। পাঁচ সেশনেই খেল খতম হয়ে গেল। পরিসংখ্য়ান বলছে বাইশ গজের সংক্ষিপ্ততম টেস্টের ইতিহাস লেখা হল কেপটাউনে। রোহিত শর্মা (Rohit Sharma) প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ইতিহাস লিখলেন। তাঁর নেতৃত্বেই প্রথমবার ভারত কেপটাউনে টেস্ট জেতার নজির গড়ল। এমএস ধোনির (MS Dhoni) পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে লেখা থাকবে রোহিতের নাম। যাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ হার বাঁচাল ভারত। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) আগুনে বোলিংয়েই ভারত জিততে পারল এই টেস্ট। টেস্ট জিতে রোহিত কথা বললেন ভালো-মন্দ নিয়ে। তাঁর বক্তব্য়ের সারসংক্ষেপ তুলে ধরা হল।
আরও পড়ুন: ICC: বর্ষসেরার দৌড়ে একমাত্র বোলার শামি, সতীর্থদের সঙ্গেই এবার তাঁর শ্রেষ্ঠত্বের লড়াই!
প্রসঙ্গে কেপটাউন টেস্ট জয়: 'কেপটাউন টেস্ট জয় দারুণ কৃতিত্বের। তবে আমাদের ভুল থেকে শিখতে হবে। আমরা খুব ভালো ভাবে ফিরে এসেছি। বিশেষত আমাদের বোলাররা। আমাদের কিছু পরিকল্পনা ছিল। ছেলেরা তার মান রেখেছে। ১০০ রানের লিড নেওয়ার জন্য় আমরা ভালো ব্য়াট করেছি। তবে কোনও রান না করে শেষ ছয় উইকেট চলে গিয়েছিল। সেটা মোটেই দেখতে ভালোলাগেনি। আমরা জানতাম খেলা ছোট হবে। ফলে প্রতিটি রানই গুরুত্বপূর্ণ ছিল। লিড নেওয়া গুরুত্বপূর্ণ ছিল।'
ম্য়াচের সেরা মহম্মদ সিরাজের (৬/১৫, ১/৩১) প্রসঙ্গে: 'কেপটাউনে সিরাজের পারফরম্য়ান্স ভীষণ স্পেশ্য়াল ছিল। সচারচর দেখা যায় না। আমরা বলেছিলাম যে এই টেস্টকে সহজ ভাবেই দেখো। সেটাই হয়েছে। বাকিটা পিচ করেছে। অবশ্য়ই জয়ের কৃতিত্ব দেব সিরাজ-বুমরা-মুকেশ ও প্রসিধকে।'
অধরাই থেকে গেল মাধুরী! ১৯৯২ সাল থেকে একই ট্র্যাডিশন বজায় রাখল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জেতা হল না টিম ইন্ডিয়ার। রোহিত বলেন, 'দেখুন দক্ষিণ আফ্রিকায় খেলা সবসময় চ্য়ালেঞ্জিং। আমরা ভারতের বাইরে প্রচুর ভালো ক্রিকেট খেলেছি। যার জন্য় আমরা গর্বিত। এই সিরিজ জিততে পারলে ভালো লাগত। দক্ষিণ আফ্রিকা দারুণ দল। ওরা সবসময়ে আমাদের চ্য়ালেঞ্জ দেয়। এই পারফরম্য়ান্সের জন্য় আমরা গর্ব করব'
রোহিত কথা বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে নিয়েও। জীবনের শেষ টেস্ট খেললেন ডিন। রোহিত বলেন, 'ডিন এলগার দক্ষিণ আফ্রিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা সেটার প্রশংসাও করি। ওর অসাধারণ কেরিয়ারের জন্য় শুভেচ্ছা রইল। আগামীও হোক ঝকঝকে।'
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ইনিংস ও ৩২ রানে হেরে ভারতের মাথা হেঁট হয়ে গিয়েছিল। তবে কেপটাউনে দুরন্ত বদলা নিল ভারত। পাঁচ দিনের টেস্ট দু'দিনেরও কম সময় শেষ করে তারা জিতল সাত উইকেটে। রোহিত শর্মা অ্যান্ড কোং বুক ফুলিয়েই দেশে ফিরে আসবে।
আরও পড়ুন: SA vs IND: বিদেশে দেড় দিনেই টেস্ট জিতল ভারত! সম্ভব করলেন অসাধারণ সিরাজ-বুমরা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)