Rohit Sharma, ENG vs IND : সচিন, ডিভিলিয়ার্সের কোন রেকর্ড ভাঙতে পারেন `হিটম্যান`? জেনে নিন
শুধু শতরান নয়, ১০০০ রানের বেশি করার পাশাপাশি সর্বাধিক গড়ের নিরিখেও রোহিত জায়গা করে নিয়েছেন। এই তালিকায় ডিভিলিয়ার্স, কেন উইলিয়ামসন, শিখর ধাওয়ানও রয়েছেন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার প্রতি ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) প্রেম, মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) সঙ্গে তাঁর পয়া ইডেন গার্ডেন্সের সম্পর্ক সবার জানা। ঠিক সেই ভাবেই রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে বিলেতের বাইশ গজের আলাদা প্রেম আছে। এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ২৪টি ম্যাচ খেলেছেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। রান করেছেন ১১৩৫। গড় ৬৬.৭৫। সঙ্গে রয়েছে ৭টি শতরান ও ৬টি অর্ধ শতরান। ফলে প্রথম একদিনের ম্যাচে তিনি শতরান করতে পারলেই তিনি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) ও সইদ আনোয়ারকে (Saeed Anwar) টপকে যেতে পারেন। এই তিন প্রাক্তন ব্যাটার কোনও একটি বিদেশের মাটিতে ৭টি করে শতরান করেছেন।
বিদেশে একদিনের মাটিতে সবচেয়ে বেশি শতরান:
নাম শতরান দেশ
এবি ডিভিলিয়ার্স ৭ ভারতের মাটিতে
রোহিত শর্মা ৭ ইংল্যান্ডের মাটিতে
সচিন তেন্ডুলকর ৭ সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে
সইদ আনোয়ার ৭ সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে
শুধু শতরান নয়, ১০০০ রানের বেশি করার পাশাপাশি সর্বাধিক গড়ের নিরিখেও রোহিত জায়গা করে নিয়েছেন। এই তালিকায় ডিভিলিয়ার্স, কেন উইলিয়ামসন, শিখর ধাওয়ানও রয়েছেন।
বিদেশে সর্বাধিক গড়:
নাম গড় দেশ
এবি ডিভিলিয়ার্স ৭০.৩ ভারতের মাটিতে
কেন উইলিয়ামসন ৬৯.৬ ইংল্যান্ডের মাটিতে
রোহিত শর্মা ৬৬.৮ ইংল্যান্ডের মাটিতে
শিখর ধাওয়ান ৬৪.৭ ইংল্যান্ডের মাটিতে
আরও পড়ুন: Mohammed Shami: দুই বছর পর একদিনের ম্যাচ খেলবেন 'সহেসপুর এক্সপ্রেস'? আলোচনা তুঙ্গে
আরও পড়ুন: Athiya Shetty To Marry KL Rahul: নতুন বাড়ির কাজ প্রায় শেষ, দ্রুত এক ছাদের তলায় থাকবেন রাহুল-আথিয়া