Mohammed Shami: দুই বছর পর একদিনের ম্যাচ খেলবেন 'সহেসপুর এক্সপ্রেস'? আলোচনা তুঙ্গে

এখন পর্যন্ত ৭৯টি ম্যাচ খেলে ১৪৮টি উইকেট নিয়েছেন তিনি। ২০২০ সালের ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার একদিনের ম্যাচ খেলেছিলেন শামি।  

Updated By: Jul 12, 2022, 02:16 PM IST
Mohammed Shami: দুই বছর পর একদিনের ম্যাচ খেলবেন 'সহেসপুর এক্সপ্রেস'? আলোচনা তুঙ্গে
কামব্যাকের অপেক্ষায় মহম্মদ শামি। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। মঙ্গলবার ওভালে ইংল্যান্ডের (ENG vs IND) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। দলের কাছে খারাপ খবর কুঁচকির চোটের জন্য বিরাট কোহলির (Virat Kohli) মাঠে নামার সম্ভাবনা খুবই কম। তেমনই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাছে স্বস্তির খবর হল দুই বছর একদিনের দলে কামব্যাক করার পর, বল হাতে নেমে যেতে পারেন মহম্মদ শামি (Mohammed Shami)। সাহেবদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল ফর্মে ছিলেন 'সহেসপুর এক্সপ্রেস'। সেই সুবাদে তাঁকে একদিনের দলেও ফিরিয়ে আনা হল।  

এখন পর্যন্ত ৭৯টি ম্যাচ খেলে ১৪৮টি উইকেট নিয়েছেন তিনি। ২০২০ সালের ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার একদিনের ম্যাচ খেলেছিলেন শামি। এরপর গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও, একদিনের ফরম্যাটে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তবে এ বার তাঁকে ফিরিয়ে আনা হল। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমারের খেলার সম্ভাবনা প্রবল। এই দুই অভিজ্ঞের সঙ্গে শামি যোগ দিলে জাতীয় দলের পেস বোলিং লাইন আপ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ক্রিকেট পণ্ডিতরা। 

আরও পড়ুন: Virat Kohli | IND vs ENG 1st ODI: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে নাও খেলতে পারেন কোহলি!

আরও পড়ুন: Sunil Gavaskar: 'আইপিএল খেলার সময় বিশ্রাম লাগে না তো!' ভারতীয় ক্রিকেটারদের তোপ গাভাসকরের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.