নিজস্ব প্রতিবেদন: পঞ্চম টেস্টে রোহিত শর্মার বদলে অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরা। এএনআই সুত্রে এমন খবর জানা গিয়েছে। আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট। লেস্টারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলার সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন ভারতের অধিনায়ক। এখনও নিভৃতবাসে রয়েছেন তিনি। রোহিতের দ্বিতীয় কোভিড পরীক্ষার  (আরটিপিসিআর) রিপোর্টও পজিটিভ এসেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৬ জুন বিসিসিআই রোহিতের কোভিড আক্রান্ত হওয়ার মেডিক্যাল রিপোর্টের আপডেট দিয়েছিল। শোনা যাচ্ছে মরণ বাঁচন টেস্টের আগে তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। সেইজন্য এ বার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন দলের সহ অধিনায়ক। 


বুধবার রোহিতের দ্বিতীয় দফার আরটি পিসিআর টেস্ট করা হয়েছে। সেই রিপোর্টের হাতে আসার পরেই বুমরাকে নাকি টিম মিটিংয়ে নেতৃত্ব দেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।  এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, এমনটাই জানা গিয়েছে। 



গত বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে এই জোরে বোলারকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বিসিসিআই। এর আগে পেস বোলার হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব। রোহিত যদি শেষ পর্যন্ত মাঠে নামতে না পারেন তাহলে বুমরা এই তালিকায় দ্বিতীয় পেসার হিসেবে নাম লেখাবেন। 


এর আগে ১৯৮৬ সালের ইংল্যান্ড সফরে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন কপিল দেব। সেই সিরিজে ২-০ ব্যবধানে ডেভিড গাওয়ারের ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ভারত। বুমরা শেষ পর্যন্ত এজবাস্টনে টস করতে নামলে, তিনি হবেন ভারতের দ্বিতীয় জোরে বোলার যিনি দীর্ঘ ৩৬ বছর পর দেশকে নেতৃত্ব দেবেন।


গত ১২ মাসে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। বুমরার নাম সেই তালিকায় জুড়ে যাওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।


আরও পড়ুন: Umran Malik: কীভাবে শেষ ওভারে টিম ইন্ডিয়াকে রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন 'শ্রীনগর এক্সপ্রেস'? ভিডিয়ো ভাইরাল


আরও পড়ুন: Umran Malik, India vs Ireland: কেন আনকোরা উমরান মালিক শেষ ওভার করলেন? জানালেন হার্দিক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)