নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মধ্যেই সুখবরটা পেয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা। এবার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য রোহিত শর্মার নাম মনোনয়ন করেছে বিসিসিআই। তাঁর নাম মনোনীত করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি তিনি কৃতজ্ঞ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভিডিয়ো বার্তায় হিটম্যান জানিয়েছেন, " আমি সম্মানিত, দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য বিসিসিআই আমার নাম মনোনীত করায়। আমি বিসিসিআই, আমার সতীর্থরা, সাপোর্ট স্টাফরা, ক্রিকেট ফ্যানরা এবং আমার পরিবারের কাছে কৃতজ্ঞ। (পরিবার)যারা সবসময় আমার পাশে থাকেন।"


 



২০১৯ সালটা দুরন্ত কেটেছে রোহিত শর্মার। এক বিশ্বকাপে সর্বাধিক শতরানের নজির গড়েছেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে টেস্টে ওপেনও করতে নেমেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর নাম খেলরত্ন সম্মানের জন্য মনোনীত করেছে বোর্ড।  একই সঙ্গে ভারতীয় পেসার ইশান্ত শর্মা, ওপেনার শিখর ধাওয়ান এবং দীপ্তি শর্মার নাম বঅর্জুন পুরস্কারের জন্য মনোনীত করেছে বিসিসিআই।



আরও পড়ুন - লকডাউনে অনলাইনে ক্যারাটের প্রশিক্ষণ দিলেন হানশি প্রেমজিৎ সেন