Rohit Sharma, IPL 2022: টি-টোয়েন্টিতে ১০ হাজার রান পূর্ণ করে Virat Kohli-কে ছুঁলেন `হিটম্যান`
পুণের এমসিএ স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৭ বলে ২৮ রান করে আউট হলেন রোহিত শর্মা।
নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত চলতি আইপিএল-এর মঞ্চে টি-টোয়েন্টি ফরম্যাটে মাইলস্টোন গড়লেন রোহিত শর্মা। বিরাট কোহলির পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই ফরম্যাটে ১০ হাজার রান পূর্ণ করলেন হিটম্যান। বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে এই নজির গড়েন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।
১০ হাজার রান করতে রোহিতের আর দরকার ছিল মাত্র ২৫ রান। পুণের এমসিএ স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৭ বলে ২৮ রান করে আউট হলেন তিনি।
সব মিলিয়ে বিশ্বের সাত নম্বর ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ হাজার রানের মালিক হলেন রোহিত। বিরাট ছাড়া রোহিতের আগে এই মাইলস্টোনে নাম লিখিয়েছিলেন ক্রিস গেইল, শোয়েব মালিক, কায়রন পোলার্ড, অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন: IPL 2022: কোন বিশেষ কারণে বিপাকে পড়লেন দুই 'মদ্যপ' পুলিস? জেনে নিন
আরও পড়ুন: Shikhar Dhawan, IPL 2022: কোন রেকর্ড গড়লেন 'গব্বর'? জেনে নিন
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)