Shikhar Dhawan, IPL 2022: কোন রেকর্ড গড়লেন 'গব্বর'? জেনে নিন
পঞ্জাব কিংসের হয়ে ওপেন করতে নেমে ধাওয়ান ৫০ বলে ৭০ রান করেন। আগ্রাসী ইনিংসে তিনি পাঁচটি চার ও তিনটি ছয় মারেন।
নিজস্ব প্রতিবেদন: ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারে ১০০০টি চার মারার দুরন্ত রেকর্ড গড়েছিলেন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আগের ম্যাচেই। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অর্ধ শতরান করার পথে আইপিএল-এর ইতিহাসে অবিশ্বাস্য এক নজির গড়লেন 'গব্বর'।
বুধবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পঞ্জাব কিংসের হয়ে ওপেন করতে নেমে ধাওয়ান ৫০ বলে ৭০ রান করেন। আগ্রাসী ইনিংসে তিনি পাঁচটি চার ও তিনটি ছয় মারেন। সেই সঙ্গে তিনি আইপিএল-এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে চার ও ছয় মিলিয়ে ৮০০ বার বলকে বাউন্ডারির বাইরে পাঠানোর রেকর্ড গড়লেন এই বাঁহাতি ওপেনার।
ধাওয়ান এখনও পর্যন্ত আইপিএল-এ ১৯৭টি ম্যাচের ১৯৬টি ইনিংসে সব থেকে বেশি ৬৭৩টি চার মেরেছেন। তিনি এই নিয়ে ছয় মারলেন মোট ১৩০টি। ফলে চার ও ছয় মিলিয়ে মোট ৮০৩ বার বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন তিনি।
আরও পড়ুন: IPL 2022: কোন বিশেষ কারণে বিপাকে পড়লেন দুই 'মদ্যপ' পুলিস? জেনে নিন
আরও পড়ুন: Virat Kohli, IPL 2022: ভাইরাল গানের সুরে দুলছে কোমর, বিরাটকে টেক্কা দিলেন কে?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)