নিজস্ব প্রতিবেদন: আগামী ২৪ অক্টোবর বহু প্রতিক্ষীত ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। রবিবাসরীয় ব্লকবাস্টারের পারদ ক্রমেই চড়ছে। টি-২০ বিশ্বকাপের মহামঞ্চে সম্মুখ সমরে ইন্দো-পাক। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি বিরাট কোহলি (Virat Kohli) বনাম বাবর আজম (Babazr Azam)। এই দুই প্রতিবেশী রাষ্ট্রের বাইশ গজের প্রতিদ্বন্দ্বিতা আলাদাই মাত্রা যোগ করে ব্যাট-বলের ব্যাটলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারত-পাক ম্যাচ মানেই স্নায়ুযুদ্ধ। শুধু বিরাট বনাম বাবর ম্যাচ নিয়েই নয় গোটা টি-২০ বিশ্বকাপে জি নিউজ (Zee News) পেয়ে গিয়েছে দুই দেশের দুই কিংবদন্তিকে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif) ও পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar) থাকছেন ক্রীড়া পণ্ডিত হিসাবে। জি নিউজে শোয়েব আখতার জানালেন যে, পাকিস্তানের মানুষ বিরাটের থেকে রোহিতকে বেশি পছন্দ করেন। 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' বলেন,"পাকিস্তানের মানুষ ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করে। তারা কোহলির স্তুতি করলেও রোহিতকে বেশি পছন্দ করে। পাকিস্তানের কাছে রোহিত ভারতের ইনজামাম"


আরও পড়ুন: #IndVsPakOnZee: মহারণে কে জিতবে? মনের কথা জানালেন শোয়েব-কাইফ


টি-২০ বিশ্বকাপের আবহে 'সবসে বড়া মৌকা' অনুষ্ঠানে জিজ্ঞাস্য ছিল কে জিতবে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ? এই প্রশ্নে কাইফ জানান, ভারতীয় দল তৈরি। ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল এগিয়ে থাকে। তা মেনে নিয়ে শোয়েব আখতারের বক্তব্য, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের চেয়ে এগিয়ে। তবে এটাও মনে করেন, চ্যালেঞ্জের জবাব দিতে তৈরি পাক দলও। গত ১৬ সেপ্টেম্বর বিরাট জানিয়ে ছিলেন যে,আসন্ন টি-২০ বিশ্বকাপই কুড়ি ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর শেষ অভিযান। অর্থাৎ দেশের হয়ে কুড়ি ওভারের ফর্ম্যাটে খেললেও তিনি আর অধিনায়কত্ব করবেন না। বোর্ডের অন্দরমহলে খবর, বিরাটের জায়গায় আসবেন রোহিত।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)