নিজস্ব প্রতিবেদন :  পয়মন্ত ইডেন গার্ডেন্সে আরও একটা মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৭ রান করতে পারলেই ভারতীয় হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিরাট কোহলিকে টপকে যাবেন রোহিত শর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ''সব রেকর্ড ভাঙবে বিরাট, একটা ছাড়া''


ক্রিকেটের নন্দনকাননেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিত শর্মার। অভিষেক টেস্টেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শতরান করেছিলেন রোহিত। এই ইডেনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। রোহিতের ব্যাক্তিগত মাইলস্টোন নয়, দলগত সাফল্যের সাক্ষীও এই ইডেন গার্ডেন্স। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রোহিত প্রথম আইপিএল জিতেছিলেন এই ইডেনেই। সেই পয়মন্ত ইডেনেই এবার বিরাটকে টপকে যাওয়ার হাতছানি মুম্বইকারের সামনে।


আরও পড়ুন - প্রীতির পঞ্জাব ছাড়লেন বীরু


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের মোট রান ২০৮৬। ৭৭টি ইনিংসে এই রান করেছেন তিনি। রোহিতের ওপরেই রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৫৮ ইনিংসে বিরাটের সংগ্রহ ২১০২ রান। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে রয়েছেন বিরাট আর পাঁচে রোহিত শর্মা। রবিবার ইডেন গার্ডেন্সে ১৭ রান করতে পারলেই বিরাটকে টপকে যাবেন রোহিত। এর আগে ইডেনে একটি মাত্র টি-টোয়েন্টি খেলছেন রোহিত শর্মা। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ১০ রান করেছিলেন রোহিত। রবিবার অধিনায়ক রোহিত শর্মার সামনে পয়মন্ত ইডেনে আরও এক মাইলস্টোনের হাতছানি।