নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পরেই আইপিএলের দ্বিতীয় পর্বের শুভারম্ভ। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএল 'এল ক্লাসিকো'তে এক অনন্য মাইলস্টোনের সামনে রোহিত শর্মা (Rohit Sharma)। আর তিনটি ছক্কা হাঁকাতে পারলেই হিটম্যান প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে ৪০০ ছক্কা হাঁকানোর কৃতিত্ব গড়বেন।


আরও পড়ুন: IPL 2021, Sachin Tendulkar: মাঠে নামবেন রোহিতরা, নেট সেশন সচিনের! রইল ভিডিয়ো

ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্য়াটে রোহিতের ঝুলিতে আছে ৩৯৭টি ছয়। কুড়ি ওভারের ক্রিকেটে ইতিমধ্য়েই তিনি ছয় মারার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে সবার আগে। সুরেশ রায়না (৩২৪), বিরাট কোহলি (৩১৫) ও এমএস ধোনিদের (৩০৩) অনেক আগেই ছাপিয়ে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন।


রোহিত ২২৪টি ম্যাচে ৩৯৭টি ছয় মেরেছেন টি-২০ ক্রিকেটে। তাঁর ১৭৩টি ছয় এসেছে মুম্বইয়ের জার্সিতে। ৫১টি ছয় মেরেছিলেন ডেকান চার্জাসের হয়ে। বাকি ছয়গুলি রয়েছে ঘরোয়া ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ইতিমধ্যেই চারশোর উপরে ছক্কা রয়েছে।


বাইশ গজে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মেরেছেন ক্রিস গেইল (১০৪২টি)। এরপর রয়েছেন কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, ব্র্যান্ডন ম্যাকালাম, শেন ওয়াটসন, এবি ডিভিলিয়ার্স ও অ্যারন ফিঞ্চরা। তালিকায় আটে রোহিত।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)