IPL 2021, Sachin Tendulkar: মাঠে নামবেন রোহিতরা, নেট সেশন সচিনের! রইল ভিডিয়ো

আর কয়েক ঘণ্টা পরেই হেভিওয়েট মহারণে মুখোমুখি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।

Updated By: Sep 19, 2021, 05:17 PM IST
IPL 2021, Sachin Tendulkar: মাঠে নামবেন রোহিতরা, নেট সেশন সচিনের! রইল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মেন্টর ও দলের আইকন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) চলে এসেছেন সংযুক্ত আরব আমিরশাহীতে। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর দিন দুয়েক আগেই মরুদেশে পা রেখেছেন 'ক্রিকেট ঈশ্বর'। ফের চেনা ভূমিকায় তিনি। আর কয়েক ঘণ্টা পরেই হেভিওয়েট মহারণে মুখোমুখি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন: CSK vs MI: 'এল ক্লাসিকো' দিয়েই আইপিএলের দ্বিতীয় পর্বের শুভারম্ভ, যা যা জানা দরকার

আইপিএলের 'এল ক্লাসিকো' দিয়েই পর্দা উঠছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের। রোহিতরা নামবেন মাঠে, কিন্তু সচিনও নেট প্র্যাকটিস সেরে নিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের নকিং সেশনের ভিডিয়ো পোস্ট করে কিংবদন্তি ব্যাটসম্যান লিখলেন, "আইপিএল শুরুর আগে আপনাদের কিছু ড্রাইভ দেখাই।" নেটে সচিনের কভার ড্রাইভ ও স্ট্রেইট ড্রাইভ দেখে ফের একবার মোহিত হয়েছেন সচিনের ফ্যানেরা। সচিন কখনও গলফ খেলেন তো কখনও স্মৃতিচারণ করেন! ক্রিকেট কেরিয়ারে যেমন বাইশ গজ মাতিয়ে রাখতেন সচিন, তেমনই অবসরের পরেও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত চার-ছক্কা হাঁকিয়ে ফ্যানেদের মন ছুঁয়ে নিচ্ছেন 'আধুনিক ডন'। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)