জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) ভারত ৩০২ রানে শ্রীলঙ্কাকে উড়িয়ে, প্রথম দেশ হিসেবে চলে গেল বিশ্বকাপের (World Cup 2023) শেষ চারে। টানা সাত ম্য়াচ জিতে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে অপ্রতিরোধ্য রোহিত শর্মা (Rohit Sharma) অ্য়ান্ড কোং। সেমিতে উঠে বড় কথা বলে দিলেন 'হিটম্য়ান'। ম্য়াচের পর মুম্বইতে সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন রোহিত। সেখানে তিনি সাফ জানিয়ে দিলেন যে, তাঁকে আর ডিআরএস (DRS)-এর আবেদন করতে দেখা যাবে না। এই দায়িত্ব তিনি দুয়ের কাঁধে তুলে দিলেন। উইকেটকিপার এবং বোলারের সিদ্ধান্তকেই মান্যতা দেবেন অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Team India: Team India: 'ভারতকে আর রোখা যাবে না'! শামিতে মজে শোয়েব, আমিরও বোলারদের বন্দনায়


ডিআরএস-এর প্রসঙ্গে রোহিত বলেন, 'আমি আর রিভিউ নেব না। আমি এই দায়িত্ব বোলার এবং কিপারের কাঁধে তুলে দিয়েছি। তারা আমাকে তাদের সিদ্ধান্ত জানাবে। আমাকে দেখতে হবে যে, কার আবেদন বেশি বিশ্বাসযোগ্য, তার দিকেই আমি ঝুঁকব। জানি ভুল হতেই পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ঠিক ও একটি ভুল আবেদন করেছি আমরা।' ভারত-শ্রীলঙ্কা ম্য়াচে আটে নামা দুষ্মন্ত চামিরার রিভিউ দারুণ নিয়েছিলেন কেএল রাহুল। যার ফলে মহম্মদ শামি উইকেট পান।


শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত ও শুভমন গিল ওপেন করতে নেমেছিলেন। 'হিটম্য়ান' মাত্র দু'বল খেলে মাত্র চার রান করে ফিরে গিয়েছিলেন। ভারত চার রানের মধ্যে প্রথম উইকেট হারিয়ে ফেলেছিল। চলতি বিশ্বকাপে রোহিত রয়েছেন দারুণ ফর্মে। শ্রীলঙ্কার বিরুদ্ধেই তাঁর ব্যাট চুপ করে গেল। তবে ঘরের মাঠ কিন্তু রোহিতকে ব্রাত্য করেই রাখল। দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফরম্যাটে রোহিত কখনই ব্যাট হাতে সাফল্য পাননি এই মাঠে। অতীতের পরিসংখ্যান বলছে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত করেছিলেন ১৬, দু'বছর পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে করেন ২০, ২০২০ সালে রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ রান করেছিলেন। আর এদিন রোহিতের করলেন মাত্র চার রান। অর্থাৎ সব মিলিয়ে মাত্র ৫০ রানই করলেন রোহিত।


আরও পড়ুন: Team India: বিরাট গর্ব ভারতের, চরম লজ্জা শ্রীলঙ্কার, রেকর্ড দেখে নিন একবার



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)