Team India: বিরাট গর্ব ভারতের, চরম লজ্জা শ্রীলঙ্কার, রেকর্ড দেখে নিন একবার

India registers its biggest win in ODI World Cup history: বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্য়বধানে জয়ের নিরিখে নিজেদের নাম দুয়ে লেখাল ভারত। একে থাকছে অস্ট্রেলিয়া।

Updated By: Nov 2, 2023, 10:34 PM IST
Team India: বিরাট গর্ব ভারতের, চরম লজ্জা শ্রীলঙ্কার, রেকর্ড দেখে নিন একবার
দারুণ সাফল্য ভারতের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ৩০২ রানে শ্রীলঙ্কাকে উড়িয়ে প্রথম দেশ হিসেবে চলে গেল বিশ্বকাপের শেষ চারে। আর এই জয় বলছে যে, কাপযুদ্ধের রেকর্ড বইয়ে বিরাট গর্বের অধ্যায় লিখল ভারত। অন্যদিকে চরম লজ্জায় নাম লেখা হল শ্রীলঙ্কার। আসুন একবার দেখে নেওয়া যাক কাপযুদ্ধে সবচেয়ে বড় ব্য়বধানে জয় ও সবচেয়ে কম রানে আউট হওয়ার রেকর্ডে ভারত-শ্রীলঙ্কা কোথায় এসে দাঁড়াল। 

আরও পড়ুন: Mohammed Shami: কপিল-জাহিরদের সরিয়ে শামিই সবার আগে! ওয়াংখেড়েতে ইতিহাস ভারত নক্ষত্রের

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্য়বধানে জয়
চলতি বিশ্বকাপেই অস্ট্রেলিয়া ৩০৯ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। সাক্ষী থেকেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।
দুয়ে ভারতের এদিনের জয়। ৩০২ রানে রোহিত অ্যান্ড কোং হারাল শ্রীলঙ্কাকে। ইতিহাস লেখা হল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া ২৭৫ রানে আফগানিস্তানকে হারিয়েছিল। ২০১৫ বিশ্বকাপে খেলা হয়েছিল পারথে।
ভারত ২৫৭ রানে বারমুডাকে হারিয়েছিল। ২০০৭ বিশ্বকাপে খেলা হয়েছিল পোর্ট অফ স্পেনে। 
দক্ষিণ আফ্রিকা ২৫৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল সিডনিতে। ২০১৫ বিশ্বকাপের ঘটনা।

বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড
কানাডা ১৮.৪ ওভারের মধ্যে ৩৬ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০০৩ বিশ্বকাপ, পার্ল।
আবারও কানাডা। ৪০.৩ ওভারের মধ্যে ৪৫ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৯৭৯ বিশ্বকাপ, ম্য়াঞ্চেস্টার।
নামিবিয়া ৪৫ রানে অল আউট হয়েছিল ১৪ ওভারের মধ্য়ে। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ২০০৩ বিশ্বকাপ, পোটচেফস্ট্রুম।
শ্রীলঙ্কা ৫৫ রানে অল আউট হল ১৯.৪ ওভারের মধ্যে। চলতি বিশ্বকাপে সাক্ষী থাকল মুম্বই।
বাংলাদেশ ৫৮ রানে ১৮.৫ ওভারের মধ্যে অল আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১১ বিশ্বকাপ, মীরপুর। 

আরও পড়ুন: IND vs SL | World Cup 2023: যেন এশিয়া কাপ ফাইনালের হাইলাইটস! দুই মহম্মদের আগুনে ভস্মীভূত লঙ্কা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.