নিজস্ব প্রতিবেদন: এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) সব রকমের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বাইশ গজের তাবড় মহারথীরা ডিভিলিয়ার্সকে আগামীর শুভেচ্ছা জানিয়েই বলছেন যে, প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেনের অভাব বোধ করবে ক্রিকেট। এবি-র বিদায়লগ্নে আবেগি ট্যুইট করলেন রোহিত শর্মা (Rohit Sharma)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের টি-২০ অধিনায়ক ও বিশ্ববন্দিত ওপেনার জানিয়ে দিলেন যে, ডিভিলিয়ার্স তাঁর কাছে কতটা। রোহিত ট্যুইটারে লেখেন, "ক্রিকেটে এবি যে ছাপ রেখেছে, বহু ক্রিকেটার তা পারেনি। অন্য প্রান্ত থেকে ওর খেলা দেখা ছিল আনন্দের। সুখময় হোক অবসর। এবি ডিভিলিয়ার্স তোমার ও তোমার পরিবারের জন্য রইল শুভেচ্ছা।" এবিডি-র অবসরে বন্ধু বিরাট ট্যুইটারে লিখেছিলেন, "আমাদের সময়ের সেরা প্লেয়ার। আজ পর্যন্ত এরকম অনুপ্রাণিত কেউ করেনি আমাকে। ভাই তুমি যা করেছ আর আরসিবি-কে যা দিয়েছ, তার জন্য তুমি গর্ব করতে পারবে। আমাদের সম্পর্ক খেলার ঊর্ধ্বে। আর সেটাই থাকবে। তোমার অবসরের খবর শুনে আমার মন ভেঙে গিয়েছে। কিন্তু আমি জানি তুমি নিজের আর পরিবারের কথা ভেবে সেরা সিদ্ধান্তই নিয়েছ।"


আরও পড়ুন: সব রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন AB de Villiers



দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার তাঁর ১৭ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি টেনেছেন। দেশের জার্সিতে ১১৪টি টেস্ট (৮৭৬৫ রান, ২২টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি) ২২৮টি ওয়ানডে (৯৫৭৭ রান, ২৫টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ-সেঞ্চুরি) ও ৭৮টি টি-২০ (১৬৭২ রান) খেলেছেন 'মিস্টার ৩৬০'।  ডিভিলিয়ার্সের নাম ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)