সব রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন AB de Villiers
আর ক্রিকেট খেলবেন না এবি ডিভিলিয়ার্স
নিজস্ব প্রতিবেদন: বাইশ গজে আর দেখা যাবে না তাঁকে! সব রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। শুক্রবার ট্যুইট করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার। প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেন তাঁর ১৭ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি টানলেন। দেশের জার্সিতে ১১৪টি টেস্ট (৮৭৬৫ রান, ২২টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি) ২২৮টি ওয়ানডে (৯৫৭৭ রান, ২৫টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ-সেঞ্চুরি) ও ৭৮টি টি-২০ (১৬৭২ রান) খেলেছেন 'মিস্টার ৩৬০'। ডিভিলিয়ার্সের নাম ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
It has been an incredible journey, but I have decided to retire from all cricket.
Ever since the back yard matches with my older brothers, I have played the game with pure enjoyment and unbridled enthusiasm. Now, at the age of 37, that flame no longer burns so brightly. pic.twitter.com/W1Z41wFeli
Last, I am aware that nothing would have been possible without the sacrifices made by my family - my parents, my brothers, my wife Danielle and my children. I look forward to the next chapter of our lives when I can truly put them first.
(@ABdeVilliers17) November 19, 2021
I would like to thank every teammate, every opponent, every coach, every physio and every staff member who has travelled the same path, and I am humbled by the support I have received in South Africa, in India, wherever I have played
(@ABdeVilliers17) November 19, 2021
Cricket has been exceptionally kind to me. Whether playing for the Titans, or the Proteas, or RCB, or around the world, the game has given me unimagined experiences and opportunities, and I will always be grateful.
(@ABdeVilliers17) November 19, 2021
আরও পড়ুন: ISL 2021-22: জানুন কোথায় দেখবেন ATK Mohun Bagan vs Kerala Blasters ম্যাচ
ট্যুইটারে এবিডি লেখেন, "অসাধারণ একটা যাত্রা, কিন্তু আমি সব রকমের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলাম। বড় ভাইয়ের সঙ্গে খেলা শুরু করেছিলাম। অত্যন্ত উপভোগ করেছি। সেরকমই ছিল উদ্যেগ। এখন ৩৭ বছর বয়সে দাঁড়িয়া সেই আগুনটা আর উজ্জ্বল ভাবে জ্বলছে না।" এবিডি সকলকে ধন্য়বাদ জানিয়ে নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করে এই বার্তা দিয়েছেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)