VIRAL VIDEO: `হাত থাকতে মুখে কেন`! মাঠেই তরুণকে রোহিতের উচিত শাস্তি, অধিনায়ক যখন অভিভাবক...
Rohit Sharma Punches Keeper Sarfaraz Khan: মাঠেই রোহিতের হাতে মার খেলেন সরফরাজ খান, ভিডিয়ো নেটপাড়ায় এখন ভাইরাল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে (BGT 20240-25) ১-০ এগিয়ে গিয়েছে। এবার অ্যাডিলেড দিন-রাতের টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে। রোহিত চলে এসেছেন অস্ট্রেলিয়ায়। তাঁর নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে নামার আগে রোহিতের ভারত, দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজির দলের বিরুদ্ধে (India vs Australia PM XI Warm-up Match)।
আরও পড়ুন: BCCI সচিব হিসেবে আছে মাইলস্টোন, এবার ICC-র চেয়ারে বসেও ইতিহাস! রইল জয় শাহের বায়োডেটা
মানুকা ওভালে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে যাওয়ায়, ঠিক হয়ে যে ৫০ ওভারের খেলা হবে। প্রধানমন্ত্রীর টিম খেলছে জ্যাক এডওয়ার্ডসের নেতৃত্বে। তাঁরা প্রথমে ব্য়াট করে ৫০ ওভারে ২৪০ রান তুলেছে। ওপেনার স্য়াম কনস্টাস ৯৭ বলে ঝকঝকে ১০৭ রানের ইনিংস খেলেছেন। হর্ষিত রানা তুলে নিয়েছেন চার উইকেট। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৩ নম্বর ওভারে এক ঘটনা ঘটে। হর্ষিতের শর্ট পিচ বল ওলি ডেভিসের ব্য়াটের কানায় লেগে উইকেটকিপার সরফরাজ খানের হাতে ক্যাচ হয়ে যায়। সরফরাজ ঋষভ পন্থের বদলি হিসেবে সেই ওভারেই কিপিং করতে এসেছিলেন। কিন্তু সরফরাজ সেই ক্য়াচ ধরতে পারেননি। প্রথম স্লিপে ফিল্ডিং করছিলেন রোহিত। তিনি মাঠেই তরুণকে দেন উচিত শাস্তি। সোজা গিয়ে কিল মারেন পিঠে। এমন ঘটনায় সরফরাজও চমকে যান। নেটপাড়ায় এই ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারত ২২.২ ওভারে ৯৭ রান তুলতে গিয়ে ২ উইকেট হারিয়ে ফেলেছে। পারথ টেস্টের দুই ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল ওপেন করতে নেমেছিলেন। ৫৯ বলে ৪৫ রান করে যশস্বী আউট হয়ে যান। ৪৪ বলে ২৭ রান করে রাহুল আহত-অবসৃত হয়েছেন। তিনে নেমে শুভমন গিল ১১ রানে অপরাজিত রয়েছেন। কিন্তু চারে নেমে রোহিত মাত্র ৩ রান করেই আউট হয়ে গিয়েছেন।
আরও পড়ুন: অ্যাডিলেডে দিন-রাতের খেলা, গিলকে কি আদৌ পাওয়া যাবে গোলাপি টেস্টে? এল বিরাট আপডেট
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)