Jay Shah In ICC: সবচেয়ে কম বয়সে আইসিসি-র চেয়ারম্য়ান হয়েছেন জয় শাহ, এবার ঐতিহাসিক ইনিংস শুরু করলেন তিনি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথা মতোই ১ ডিসেম্বর থেকে জয় শাহ (Jay Shah) শুরু করলেন তাঁর নতুন ইনিংস। গ্রেগ বার্কলের (Greg Barclay) জুতোয় পা গলিয়ে আইসিসি-র চেয়ারম্য়ান হিসেবে জয়ের আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু হল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারে এখন প্রাক্তন বিসিসিআই সচিব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান পদে এসেছেন। মাত্র ৩৬ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার দায়িত্ব নিয়ে ইতিহাস লিখেছেন তিনি। এর আগে এত কম বয়সে আর কেউ আইসিসির মগডালে বসতে পারেননি। দায়িত্ব নিয়েই জয় জানিয়েছেন যে, তাঁর পাখির চোখ ২০২৮ অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির দিকেই (Los Angeles 2028 Olympic Games)।
আরও পড়ুন: অবিশ্বাস্য! এতদিন যা ছিল সচিনের তা এখন রুটের, সর্বকালীন রেকর্ডে ইতিহাস ইংরেজের...
আইসিসি-কে এক বিবৃতি দিয়ে জয় জানিয়েছেন, 'আইসিসি চেয়ারে বসতে পেরে আমি সম্মানিত। আইসিসি-র সকল ডিরেক্টর ও বোর্ডের সদস্যদের কাছে এই সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞ। খেলার জন্য় এটা দারুণ সময়। আমরা ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের জন্য় তৈরি হচ্ছি। ক্রিকেটকে বিশ্বব্যাপী ভক্তদের কাছে আরও আকর্ষক করতে চাই। এক জটিল সন্ধিক্ষণে আছি আমরা, একাধিক ফরম্যাটের খেলার সঙ্গেই মহিলাদের খেলার বৃদ্ধিকে আর ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা রয়েছে যেখানে। বিশ্বব্যাপী ক্রিকেটের অপার সম্ভাবনা রয়েছে। আমি সেই সুযোগগুলিকে কাজে লাগিয়ে ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। আইসিসি-র দল এবং সদস্য দেশগুলির সঙ্গে হাত হাত মিলিয়ে কাজ করতে মুখিয়ে।'
২০০৯ সালে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাত ধরে জয়ের ক্রিকেট প্রশাসক হিসেবে যাত্রা শুরু হয়। তিনি আহমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়নের নেপথ্য়ে বড় অবদান রেখেছিলেন। ২০১৯ সালে জয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে এত কম বয়সে আর কেউ বিসিসিআই সচিব হননি। দেখতে দেখতে জয়ের এখন ১৫ বছরের ক্রীড়া প্রশাসনের অভিজ্ঞতা হয়ে গেল। ভুললে চলবে না তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছেন। আইসিসি-তে জয় কিন্তু এই প্রথম নয়, অতীতে তাঁকে আইসিসি-র অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির চেয়ারে পাওয়া গিয়েছিল। জয়ের মাথায় শুধু অলিম্পিক্সই নয়, কিন্তু থাকবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনও।
আরও পড়ুন: 'রোহিত তিনে নামলে শুভমন পাঁচে'! রাহুলের জায়গা কোথায়? হল 'গোলাপি রহস্যে'র সমাধান
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.