জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু'জন দুই আলাদা জগতের মহাতারকা। একজন রোহিত শর্মা (Rohit Sharma)। আর একজন আমির খান (Aamir Khan)। আইপিএল (IPL 2023) শুরু হওয়ার আগে এবার দু'জনের মধ্যে ঝামেলা লেগে গেল। দুই তারকাই কাউকে ছাড়ার পাত্র নন। সেই ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসলে আইপিএল-এর আগে একটি অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে লেগে গেল কিংবদন্তি অভিনেতা আমির খানের। রোহিতের সঙ্গে এই কথার লড়াইয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালরা। আর আমির পাশে পেয়েছেন 'থ্রি ইডিয়টস' সিনেমার দুই সঙ্গী অভিনেতা মাধবন ও শরমন যোশীকে। 


আরও পড়ুন: BCCI vs IPL, IPL 2023: বোর্ড ও আইপিএল-এর মধ্যে ফের লেগে গেল! ১২ জন বোলারের উপর নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই


আরও পড়ুন: Virat Kohli: নবম শ্রেণীর প্রশ্নপত্রে বিরাটের কামব্যাক নিয়ে প্রশ্ন! ছবি হল ভাইরাল



একটা সংলাপে বলতে শোনা গিয়েছে আমিরদের, 'দেখলাম যে ক্রিকেটাররা সবাই অভিনয় নিয়ে ব্যস্ত। তাই আমরা ভাবলাম জার্সি পরে একটু ক্রিকেট খেলি।' সেখানে মাধবন পাশে বসা আমিরকে দেখিয়ে বলছেন, 'আসল হিটম্যান রোহিত নন, আমাদের আমির। তিনশো কোটি টাকার ব্যবসা আনে আমার বন্ধু।' শরমন আবার বলেছেন, 'ক্রিকেটাররা সবাই টিভিতে অভিনয় করছে। আরে ভাই, অভিনয় করতে হলে দম লাগে।' 


সেই শুনে বুমরা বলছেন, '১৫০ কিমি গতিবেগের বোলিং খেলতে পারবেন আপনারা?' সেইসময় রোহিত জানান, 'কেউ যেন মনে না করে যে, দু’বছরে একটা সিনেমা হিট করলেই হিটম্যান হওয়া যায় না। বছরে ধারাবাহিকভাবে আমাদের মতো রান করতে হয়, উইকেটে পেতে হয়।' 


এই বিজ্ঞাপন শ্যুটটাকে এমনভাবে করা হয়েছে মনেই হবে না সবটাই অভিনয় চলছে। ভারতের ক্রিকেটাররাও দারুণ অভিনয় করে প্রতিটি সংলাপ বলেছেন। আর আমির, মাধবনরা তো জাত অভিনেতা, তাই তাঁদের সংলাপ যে প্রাণবন্ত হবে সেটাই স্বাভাবিক বিষয়।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)