ওয়েব ডেস্ক: বিয়ে তো হচ্ছিল যুবরাজ সিংয়ের। তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার কথা ছিল তাঁরই। অথবা বড়জোর হেজেল কিচের। কারণ, হেজেলের সঙ্গেই তো বিয়েটা হল যুবরাজ সিংয়ের। কিন্তু বিয়ের অনুষ্ঠানে রোহিত শর্মা ঢুকে পড়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটারদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেলেন আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান! ভাবছেন কেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আফগান ধোনির এই ছক্কাতে তোলপাড় গোটা ক্রিকেটবিশ্ব!


আসলে ওই ভারতীয় দলের আর কারওরই বিয়ে করতে বাকি নেই। একে একে বিয়ে করে ফেলেছেন সবাই। কিন্তু জাহির খান এখনও বিয়ের ধারেকাছে যাননি। সেই কথাটাই মনে করিয়ে দিয়ে রোহিত শর্মা বলেছেন, 'যুবির বিয়েও হয়ে গেল। এবার সবার চোখ থাকবে কিন্তু জাহির খানের দিকেই।' এবার এসব শুনে জাহির বিয়েটা কবে করবেন, সে কথা শুধু তিনিই জানেন।


আরও পড়ুন  সচিনকে নিয়ে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বললেন, তাতে গর্বিত হবেন আপনিও